
Truth Of Bengal: আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে একটি ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক। বিশাল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেছেন গোটা এলাকা। ডাকা হয়েছে বোম স্কোয়াডকে। এমারজেন্সির বাইরে অপেক্ষারত রোগীর পরিবার-পরিজনদের নিরাপদ স্থানে সরিয়ে দিচ্ছেন সিআরপিএফ জওয়ান ও পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে এমার্জেন্সির সামনের হাসপাতালের মূল ফটক।
আরজি করে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বোম্ব স্কোয়াড pic.twitter.com/MPrixXL5aU
— TOB DIGITAL (@DigitalTob) September 12, 2024
আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। জুনিয়র চিকিৎসকরা এর প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছে। শুধু তাই নয় গোটা দেশের সাধারণ মানুষ দফাই দফায় প্রতিবাদ মিছিলে পা মেলাচ্ছেন। কখনো নীরবে মোমবাতি জ্বেলে আবার কখনো স্লোগান তুলে প্রতিবাদ করছেন সাধারণ মানুষ। এই আবহে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ঝর্ণা মঞ্চে একটি ব্যাগের মধ্যে বোম ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনাস্থলে পৌঁছেই তারা গোটা এলাকা ঘিরে ফেলেন। ইতিমধ্যেই বোম স্কোয়াডকে ডাকা হয়েছে। এমার্জেন্সির বাইরে অপেক্ষারত রোগীর পরিবার- পরীজনদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছেন সিআরপিএফ জওয়ান ও পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে এমারজেন্সির সামনের হাসপাতালের মূল ফটক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।