কলকাতা

গার্ডেনরিচে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ, গ্রেফতার অভিযুক্ত প্রোমোটার

Rescue work in wartime operations at Gardenrich

The Truth of Bengal: গার্ডেনরিচে বহুতল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। এপর্যন্ত ৭জনের মৃত্যু হয়েছে। আরও মৃত্যুর আশঙ্কা রয়েই গেছে। ৫তলার নির্মীয়মাণ বিল্ডিং ভেঙে পড়ে পাশে থাকা টালির ঘরে। ঘটনার সময় কংক্রিটের ধ্বংসাবশেষের নীচে  আটকে ছিলেন প্রায় ১৯জন।মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদের উদ্ধারে তৎপরতা বাড়িয়েছে পুলিশ –প্রশাসন। মেয়র ও বিধায়ক ফিরহাদ হাকিমের নির্দেশে গ্রেফতার করা হয়েছে প্রোমোটার এম.ডি.ওয়াসিমকে।

ঘড়ির কাঁটায় তখন প্রায় ১২টা, গার্ডেন গ্রিজ পাহাড়পুর রোডে বহুতল ভেঙে পড়ে। ৫তলার  নির্মীয়মাণ বিল্ডিং ভেঙে পড়ে পাশে থাকা টালির ঘরে।তাতে কংক্রিটের ধ্বংসাবশেষের নীচে আটকে পড়েন ১৯জন। রবিবারের সেই মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকাবাসী হাত লাগায়। ছুটে যান মেয়রও স্থানীয় বিধায়ক ফিরহাদ হাকিম। উদ্ধারের কাজ তদারকি করেন  তিনি।যান দমকল মন্ত্রী সুজিত বসু।দমকলের মতোই বিপর্যয় মোকাবিলা টিমও জোরকদমে উদ্ধারকাজে ঝাঁপান। এনডিআরএফ, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ও দমকল হাতে হাত ধরে ধ্বংসস্তুপ থেকে আহতদের উদ্ধার করে আনে।

দুর্ঘটনায় আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। মেয়র থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন,বাম আমলে তৈরি বেআইনি নির্মাণে যাঁরা জড়িত তাঁদের কাউকে ছাড়া হবে না। দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সকালে   দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে আরও চার জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন  , হাসিনা খাতুন  , রিজওয়ান আলম ,শামা বেগম , আকবর আলি,মহম্মদ ওয়াসিক ও মহম্মদ ইমরান।

গার্ডেনরিচের ঘটনায়  আহতদের  উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় হাসপাতালের পাশাপাশি কয়েক জনকে নিয়ে আসা হয়েছিল এসএসকেএমে। এঁদের মধ্যে চার জনকে চিকিৎসার পর এসএসকেএম থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা হলেন, জাহারা বেগম, মহম্মদ আসলাম, শাহিনা খাতুন এবং নুর সালিম ইসলাম। এ ছাড়া, স্থানীয় হাসপাতালটিতে ১২ জন চিকিৎসাধীন ছিলেন। দুপুরে সেখান থেকে মইনুল হক, মুসরত জাহান এবং মহম্মদ সাইলুদ্দিন গাজীকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়।

ঘিঞ্জি এলাকা হাওয়ায় উদ্ধার কার্যে কিছুটা বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীর নির্দেশে উদ্ধারকাজের সময় তদারকি করেন। বিজেপি এই ঘটনা নিয়ে রাজনীতি করলেও স্থানীয়রা প্রশাসনের উদ্ধারকাজে তত্পরতা দেখে সন্তুষ্ট। হতাহতদের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়ানোয় বাড়ছে ভরসা।

Related Articles