যুগান্তকারী সিদ্ধান্ত প্রশাসনের,রাজ্য পুলিশের কনস্টেবল পদে রূপান্তরকামীদের নিয়োগ
Recruitment of Transgenders to Constable Posts of State Police

The Truth of Bengal: শীর্ষ আদালতে অনেক আগেই তাঁদের মর্যাদা দিয়েছে।রাজ্যসরকারও তাঁদের সামাজিক মর্যাদাবৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। সেজন্য রূপান্তরকামীদের কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ২০১৯ এর কেন্দ্রীয় ট্রান্সজেন্ডার অধিকার সুরক্ষা আইন অনুযায়ী পুলিশে নিয়োগের বিধি তৈরি করে রাজ্য। সেই অনুযায়ী পুলিশ প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে চাকরিতে মহিলাদের যে সংরক্ষণ রয়েছে, তার এক শতাংশ পদ রূপান্তরকামীদের জন্য সংরক্ষিত থাকবে বলে নির্ধারণ করা হয়।
রূপান্তরকামী প্রার্থীরা সাব ইনস্পেকটর আন আমর্ড অর্থাৎ নিরস্ত্র ফোর্সে নিযুক্ত হয়েছেন। দায়িত্বের সঙ্গে কর্তব্য সম্পাদন করছেন তাঁরা। এবার ০১৪ সালে নালসা রায় দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট। রূপান্তরকামীদের ‘তৃতীয় লিঙ্গ’ বলে মর্যাদা দেওয়া হয়। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ ছিল, সংবিধানে নাগরিকদের জন্য যে মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে, তা তৃতীয় লিঙ্গের জন্যও সুনিশ্চিত করতে হবে।
বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে তাঁদের শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সংরক্ষণের বিষয়টি সুনিশ্চিত করতে হবে। বলাইবাহুল্য, এটি রাজ্য সরকারের প্রশংসনীয় পদক্ষেপ। ২০১৯ এর কেন্দ্রীয় ট্রান্সজেন্ডার অধিকার সুরক্ষা আইন অনুযায়ী পুলিশে নিয়োগের বিধি তৈরি করে রাজ্য। সেই অনুযায়ী পুলিশ প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে চাকরিতে মহিলাদের যে সংরক্ষণ রয়েছে, তার এক শতাংশ পদ রূপান্তরকামীদের জন্য সংরক্ষিত থাকবে বলে নির্ধারণ করা হয়।