কলকাতা

শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার যাদবপুর রেজিস্টারকে হুমকি চিঠি পাঠানো রানা

Rana Roy Arrested

The Truth of Bengal: সৌরভ চৌধুরীকে গ্রেফতার থেকে বাঁচাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারকে হুমকি চিঠি পাঠানোর অভিযোগ উঠেছিল কোচবিহারের অধ্যাপক রানা রায়ের বিরুদ্ধে। কিন্তু সেই কাণ্ডে গ্রেফতার না হলেও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল তাঁকে।

গত ২ অগাস্ট টালা থানায় তাঁর বিরুদ্ধে এক মহিলা অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে ওড়িশার একটি হোটেল থেকে অধ্যাপককে গ্রেফতার করে কলকাতা পুলিশ। যদিও গ্রেফতারির পরেও যাদপুরের রেজিস্টারকে হুমকি চিঠি পাঠানোর অভিযোগ অস্বীকার করে রানা রায়।

সম্প্রতি যাদবপুরকাণ্ডে রেজিস্টার স্নেহমঞ্জু বসু ও জয়েন্ট রেজিস্টারের নামে হুমকি চিঠি আসে। যেখানে রানা রায়ের নাম উল্লেখ থাকায় খবরের শিরোনামে আসেন তিনি। অশ্লীল ভাষায় লেখা ওই চিঠি তারই লেখা, সেই অভিযোগ অস্বীকার করলেও কোচবিহারের এই অধ্যাপকের বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ উঠেছে। যে আবাসনে তিনি থাকতেন অভিযোগ সেখানকার বাসিন্দাকে হুমকি চিঠি পাঠানোর পাশাপাশি গর্ভনিরোধকও পাঠিছিলেন তিনি। তিনি যে আবাসনে থাকেন সেখানে বাসিন্দাকে হুমকি চিঠি পাঠানোর পাশাপাশি গর্ভনিরোধকও পাঠিয়েছিলেন তিনি।

Related Articles