কলকাতা

রামনবমীতে সাম্প্রদায়িক অশান্তির ছক, রাজ্যবাসীকে সতর্কবার্তা পুলিশের

Ram Navami celebrations: Police warn people of the state

Truth Of Bengal: আগামী ৬ এপ্রিল রামনবমী। এই সময় রাজ্যে অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র চলছে বলে পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসেছে। শনিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীকে সতর্ক করলেন আইজি (এডিজি) আইনশৃঙ্খলা জাভেদ শামিম এবং দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার।

পুলিশ জানিয়েছে, কিছু গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পরিকল্পনা করছে। পোস্টারের মাধ্যমে হিংসা ছড়ানোর চেষ্টা চলছে। জাভেদ শামিম বলেন, “সামনে উৎসবের মরশুম। ইদ এবং রামনবমী উপলক্ষে রাজ্যের শান্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সবাইকে সাবধান থাকার অনুরোধ করছি। কোনো গুজব শুনে উত্তেজিত হবেন না। অশান্তির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। পুলিশ সর্বদা সাহায্যের জন্য প্রস্তুত।”

দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার জানান, “গোপন সূত্রে খবর, রামনবমীকে কেন্দ্র করে অশান্তির পরিকল্পনা চলছে। শ্যামপুরে এমন একটি ঘটনার সন্ধান পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির চারটি ধারায় মামলা করা হয়েছে। আমরা নিশ্চিত করছি, কেউ অশান্তি সৃষ্টি করতে পারবে না। রাজ্যবাসীকে অনুরোধ, কোনো প্ররোচনায় পা দেবেন না।”

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আগেই সতর্ক করেছিলেন রাজ্যবাসীকে। বিশেষত সীমান্তবর্তী এলাকাগুলোর মানুষ এবং প্রশাসনকে সতর্ক থাকতে বলেছেন তিনি। ইতিমধ্যেই মালদহের মোথাবাড়ি ও হাওড়ার শ্যামপুরে সাম্প্রদায়িক উত্তেজনার খবর পাওয়া গিয়েছে। সেই কারণে রাজ্য পুলিশও বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে।

রাজ্যের শান্তি ও সম্প্রীতি রক্ষায় পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। কোথাও কোনো সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশও যথাযথ ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

Related Articles