দক্ষিনে অস্বস্তির আবহে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস
Rain is forecast in Kolkata due to unsettled conditions in the south

The Truth Of Bengal: গরমে হাঁসফাঁস অবস্থা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচন্ড দাবদাহে দুর্বিষহ পরিস্থিতি। সকলেই হা-পিত্যেশ করে তাকিয়ে আছে আকাশের দিকে কখন নামবে বৃষ্টি। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে নাজেহাল অবস্থা উত্তরবঙ্গে ।
সোমবারের পাশাপাশি মঙ্গলবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের ফলে কিছুটা হল তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের । পাশাপাশি, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি এবং সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি সেলসিয়াস বেশি।এছাড়াও সোমবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ২৪ পরগনা , পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম , মুর্শিদাবাদ সহ কলকাতার বিভিন্ন এলাকা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পাশাপাশি কিছু কিছু জেলায় তাপপ্রবাহ সম্ভাবনা রয়েছে। সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের দাপট থাকতে পারে। প্রসঙ্গত গত ৩১ মে উত্তরবঙ্গের বর্ষা প্রবেশ করেছে। এরপর থেকে উত্তরবঙ্গের একাধিক জেলা প্রবল বৃষ্টিতে শুরু করেছে। হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে আরো পাঁচ দিন উত্তরবঙ্গে ভারি বৃষ্টিপাত চলবে।