রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা?
weather update

The Truth of Bengal: শনিবার সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার সব জেলাতেই সম্ভাবনা ঝড় বৃষ্টির। সোমবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে; বাড়বে উষ্ণতা। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের বৃষ্টির অল্প সম্ভাবনা।দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে।
বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃতভাবে বেশি। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া বইবে। রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির পরই আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। বৈশাখের আগে এপ্রিলের শুরুতেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।