দিল্লি যাত্রার বিশেষ ট্রেন অমিল, ক্ষোভে ফুঁসছেন তৃণমূলকর্মী সমর্থকেরা
জিতনা ভি কোসিস কর লো হাম ডাটে রাহেঙ্গে, ঝুকেগা নেহি।’

The Truth of Bengal: বকেয়া পাওনার দাবিতে দিল্লিতে বড়সড় আন্দোলনের প্রস্তুতি নিয়েছে তৃণমূল। প্রায় ১০ হাজার কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মর্মে রেলের কাছে ২০ বগির স্লিপার কোচযুক্ত বিশেষ ট্রেনের আবেদন করা হয়েছিল। কিন্তু রেলের তরফে জানানো হয়েছে, আবেদন মতো রেকযুক্ত ট্রেনের ব্যবস্থা এখনই করা সম্ভব হচ্ছে না। আর এতেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন তৃণমূলের কর্মীসমর্থকেরা।
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে শুক্রবার লেখা হয়েছে, ‘আমাদের দমাতে চাওয়ার আরও একটা চেষ্টা! পূর্ব রেল আমাদের স্পেশ্যাল ট্রেনের আবেদন নাকচ করে দিয়েছে। একশোদিনের কাজ ও আবাস যোজনার বঞ্চিতদের দিল্লি নিয়ে যাওয়ার জন্য এই ট্রেনের আবেদন করা হয়েছিল। কিন্তু, সেই অনুরোধ রাখা হয়নি। তবে যে করেই হোক, যে কোনও পরিস্থিতিতে আমরা আমাদের দাবি-দাওয়া নিয়ে দিল্লি যাব।’ এরপরই রেলের উত্তর সম্মলিত চিঠি ওই টুইটে জুড়ে দিয়ে লেখা হয়েছে, ‘জিতনা ভি কোসিস কর লো হাম ডাটে রাহেঙ্গে, ঝুকেগা নেহি।’
প্রসঙ্গত আইআরসিটিসির গ্রুপ জেনারেল ম্যানেজারকে পাঠানো অ্যাসিসটেন্ট ট্রান্সপোর্ট ম্যানেজার একটি চিঠির প্রেক্ষিতে জানিয়েছেন, ‘৩০ তারিখ যে স্পেশ্যাল ট্রেনের অনুরোধ করা হয়েছিল তা খতিয়ে দেখা হয়েছে। কিন্তু, এই মুহূর্তে চাহিদামতো রেকযুক্ত ট্রেনের ব্যবস্থা এই মুহূর্তে ট্রেন নেই।
Free Access