কলকাতা

QR Code স্ক্যান করলেই মিলবে মনিষী সম্পর্কে যাবতীয় তথ্য

Statue with QR Code

The Truth of Bengal: শিল্প-সংস্কৃতি, স্বাধীনতা আন্দোলনের শহর কলকাতা। ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই শহর। বহু বিখ্যাত ব্যক্তি এই শহরে জন্মগ্রহণ করেন। তাঁরা দেশ তথা বিশ্বে পরিচিত। আবার এই শহরের সঙ্গে অনেক বিদেশি বিখ্যাত মানুষের সম্পর্ক আছে। গোটা শহরে সেই সব বিখ্যাত মানুষের মূর্তি বসানো আছে। যে মূর্তির নীচে সেই ব্যক্তি সম্পর্কে সামান্য কয়েকটি কথা লেখা আছে। বাইরে থেকে যারা এই শহরে আসেন, যারা সেই সব মূর্তি দেখে বিখ্যাত ব্যক্তিটি সম্পর্কে জানার চেষ্টা করেন, তাঁরা সেই ব্যক্তি সম্পর্কে খুব বেশি কিছু জানার সুযোগ পান না। এবার সেই প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হল।

স্বাধীনতা সংগ্রামী থেকে খ্যাতিমান ক্রীড়াবিদ, শিক্ষাবিদ থেকে থেকে জননেতা সহ যে সব বিশিষ্ট মানুষের মূর্তি আছে তিলোত্তমায় আজ তার অনেককেই চেনা দায়। রক্ষেণাবেক্ষণের অভাবে ধুলো-ময়লা জমেছে সেই সব মূর্তিতে। ফলে সাধারণ মানুষের চিনতে অসুবিধা হয় মূর্তিটি আদতে কার। এবার কলকাতার সমস্ত মূর্তিতে সেই মনীষীর জীবনী সহ কিউ আর কোড বসিয়ে দিল রাজ্যের পূর্ত দফতর। এখন থেকে সেই মনীষীদের মূর্তিতে বসানো কিউ আর কোড স্ক্যান করলেই উঠে আসবে সেই ব্যক্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য-ভাণ্ডার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এই কিউ আর কোড বসালো রাজ্যের পূর্ত দফতর। কলকাতা ময়দানে ছড়িয়ে থাকা মূর্তি সম্পর্কে নিমেষে জানা যাবে সমস্ত তথ্য। পাশাপাশি খুব শীঘ্রই ইনফোগ্রফিকস লাগানোর ব্যবস্থাও করতে চলেছে রাজ্যের পূর্ত দফতর।

যেখানে সেই মনীষীর পরিচয় ও কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য থাকবে। এছাড়া কিউ আর কোড স্ক্যান করলেই মনীষীদের জীবনী ফুটে উঠবে ইতিহাসের পাতা থেকে। এমন ব্যবস্থা চালু হওয়ায় খুশি শহরবাসী। এই মুহূর্তে কলকাতা ময়দানে মোট ২৬টি মূর্তি রয়েছে। ময়দানের পর এবার অন্যত্রও এই কিউ আর কোডের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পূর্ত দফতর সূত্রে খবর। পাশাপাশি ময়দানের সমস্ত মূর্তিতে ছাউনি বসিয়ে এলইডি লাইট লাগানো হবে। মূর্তির চারপাশে সৌন্দর্যায়ন করা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত উদ্যোগ নিচ্ছে পূর্ত দফতর। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের সাধারণ মানুষ।

 

Related Articles