কলকাতারাজ্যের খবর

অজ্ঞাতপরিচয় দেহ শনাক্তকরণে নয়া অ্যাপ চালু করল পুলিশ

Police launched a new app to identify unidentified bodies

The Truth Of Bengal: রাজ্যে  প্রায়শই নানান জায়গায় দুর্ঘটনার বলি হন বহু মানুষ। অনেক সময় তাঁদের নাম কিংবা পরিচয় জানতে পারে না তদন্তকারীরা। অপরদিকে পরিবারের বা কাছের মানুষজন অপেক্ষায় বসে থাকে। এই সমস্যা সমাধানে এবার পুলিশের অস্ত্র নয়া অ্যাপ। সূত্রের খবর, সিআইডির তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে একটি অ্যাপ। এই অ্যাপটি ব্যবহারের জন্য প্রতি থানায় একটি করে ট্যাব বরাদ্দ করা হয়েছে।

কী কাজ হবে এই ট্যাবে? জানা গিয়েছে, কোথাও দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে থানার তরফে মৃতের ছবি, ঘটনাস্থল-সহ যাবতীয় তথ্য আপলোড করা হবে। ওই অ্যাপ থেকে আমজনতা দেখতে পারবেন সমস্ত ছবি-তথ্য। যার ফলে যাদের পরিবারের সদস্যরা নিখোঁজ, তাঁরা অ্যাপেই দেখে নিতে পারবেন মৃতদের মধ্যে তাঁদের প্রিয়জন আছেন কি না। এছাড়া এই অ্যাপটির মাধ্যমে পরিবারের লোকজনেরা দেখে নিতে পারবে যে মৃতদের মধ্যে তাঁদের প্রিয়জন আছেন কি না। যদি থেকে থাকে তাহলে যোগাযোগ করতে পারবে সংশ্লিষ্ট থানায়।

এবিষয়ে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, যাদের পরিবারের সদস্যরা নিখোঁজ তাঁরা এই অ্যাপটি ডাউনলোড করে সেখানে অজ্ঞাত পরিচয় দেহ গুলোর ছবি দেখতে পারবেন। এতে সকলেরই সুবিধা হবে। কিন্তু কেন এই অ্যাপ তৈরির সিদ্ধান্ত? সূত্রের খবর, নেপথ্যে বাগুইআটির দুই মৃত কিশোর। নিখোঁজ হওয়ার পর দু-প্রান্ত থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। ১০ দিন পর সেই দেহ শনাক্ত করে পরিবার। এই ধরনের ঘটনা এড়াতেই এই অ্যাপ তৈরি করার সিদান্ত নেওয়া হয়েছে ।

Related Articles