কেন্দ্রীয় প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা! তদন্তে পুলিশ
Police investigating fraud in the name of job offer in central institution

Truth Of Bengal: কেন্দ্রীয় প্রতিষ্ঠানে বিভিন্ন পদে চাকরি করে দেওয়ার নামে প্রতারণা। প্রায় ১৬ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই পুরো বিষয়টি নিয়ে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছে দুইজন প্রতারিত। পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে কাশীপুর থানার পুলিশ।
এই ঘটনা নিয়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যুঞ্জয় প্রসাদ নামে বারুইপুরের এক বাসিন্দা ১৬ লক্ষ টাকা দিয়ে কাশীপুরে থাকা গান ও সেল ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেইসঙ্গে নিজেকে এক উচ্চপদস্থ আধিকারিক হিসাবে আখ্যায়িত করতেন। তাই যুবকদের কাছে নিজেকে চাকরি দেওয়ার ক্ষমতা রয়েছে বলে জানান। তবে শেষ পর্যন্ত সেইসব প্রতিশ্রুতি পালন না করে যুবকদের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়ে ভুয়ো আইকার্ড এবং নকল নিয়োগপত্র দিয়েছিলেন অভিযুক্ত। এই পুরো ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হলেও এখন মৃত্যুঞ্জয় প্রসাদের খোঁজ মেলেনি।