ট্যাংরা কাণ্ডে পুনর্নির্মাণের জন্য প্রসূণ দে-কে বাড়িতে নিয়ে আসল পুলিশ
Police bring Prasun Dey home for re-arrest in Tangra case

Truth Of Bengal: ট্যাংরা কাণ্ডের পুনর্নির্মাণ। প্রসূন দেকে নিয়ে আসা হল বাড়িতে। বুধবার ট্যাংরাকাণ্ডে ধৃত প্রসূন দে-কে ট্যাংরার অটল শূর রোডের বাড়িতে নিয়ে এল ট্যাংরা থানার পুলিশ। ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে সেই অভিশপ্ত বাড়ির ভেতরে।
ট্যাংরা কাণ্ডে পুনর্নির্মাণের জন্য প্রসূণ দে-কে বাড়িতে নিয়ে আসল পুলিশ pic.twitter.com/G7AcTvOdAt
— TOB DIGITAL (@DigitalTob) March 5, 2025
দে পরিবারের ছোট ভাই প্রসূণ আগেই পুলিশি জেরায় স্বীকার করে নিয়েছেন যে, তিনি নিজের ১৪ বছরের কন্যা প্রিয়ম্বদা, স্ত্রী রোমি দে এবং বৌদি সুদেষ্ণা দে-কে খুন করেছেন। তাঁর নিজেরও বেঁচে থাকার ইচ্ছা নেই বলে দাবি করেছেন। তিনি এখনও পর্যন্ত পুলিশের কাছে যা যা স্বীকার করেছেন, তার সব ঠিকঠাক কি না তা খতিয়ে দেখার জন্য অটল শূর রোডের বাড়িতে নিয়ে আসা হয়েছে প্রসূণকে। ঘটনার পুনর্নির্মাণ থেকে এই সংক্রান্ত তথ্য মিলতে পারে হয়তো বলে তদন্তকারীদের অনুমান।