কলকাতা

বড়তলার শিশু নির্যাতন কাণ্ডে ফাঁসির সাজা দিল পকসো আদালত

POCSO court sentences to death in Baratala child abuse case

Truth Of Bengal: বড়তলার শিশু নির্যাতন কাণ্ডে ফাঁসির সাজা দিল পকসো আদালত। বড়তলায় সাত মাসের শিশু কণ্যাকে ধর্ষণের ঘটনায় রাজীব ঘোষকে ফাঁসি দিল নগর দায়রা আদালত। মঙ্গলবার বিকেলে কলকাতার ব্যাঙ্কশাল কোর্ট রায় শোনানোর সময় জানান, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম।

আদালতের এই নির্দেশ নজিরবিহীন। কারণ, নির্যাতিত শিশুর মৃত্যু হয়নি। তবে আদালতের পর্যালোচনা অনুযায়ী, যেভাবে মাত্র সাত মাসের শিশু কণ্যার উপর নির্বিচারে অত্যাচার চালানো হয়েছে তাতে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম অপরাধ হিসাবে গণ্য হয়। তার জন্য নজিরবিহীন শাস্তিও প্রাপ্য। ঘটনার প্রায় ৮০ দিন পর ফাঁসির সাজা ঘোষণা করার পাশাপাশি নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট।

২০২৪-এর ৩০ নভেম্বর শিশুকণ্যার নিঁখোজ হওয়ার অভিযাগ দায়ের হয়েছিল বড়তলা থানায়, অভিযোগ করেছিল এক ফুটপাথবাসী দম্পতি। কয়েক ঘন্টা পর তাদের বাসস্থান থেকে ১০০ মিটার দূরে শিশুটিকে পাওয়া যায়। এরপর ৪ ডিসেম্বর ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে অভিযুক্ত রাজীব ঘোষকে গ্রেফতার করে পুলিশ। রাস্তার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা অভিযুক্ত যুবককে চিহ্নিত করে। সোমবার অভিযুক্তকে দোষী সাবস্ত্য করে আদালত।

এই নৃশংস ঘটনার প্রেক্ষিতে সোমবার আদালতের বাইরে সরকারি আইনজীবী বলেন, ‘‘অজস্র সিসি ক্যামেরার ফুটেজ আমরা দেখেছি। আরজি কর হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এসেছিলেন শারীরিক পরীক্ষার জন্য। সেই চিকিৎসকও জানিয়েছেন, এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা। যে ভাবে ওইটুকু শিশুর উপর অত্যাচার করা হয়েছে, তা ভাবা যায় না। আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে।’’

লালবাজার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এলাকার বাসিন্দা, বয়স ৩৪। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, নিগৃহীত শিশুটির যৌনাঙ্গে একাধিক ক্ষতচিহ্ন ছিল। আর শিশুটি এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।