কলকাতা

উদাসীন CESE বিপদের অপেক্ষায় আজও দিন গুনছে পথচারীরা

Pedestrians are still counting the days waiting for the indifferent CESE danger

Truth Of Bengal : বালিগঞ্জ বিজন সেতু সংলগ্ন চার মাথার মোড়ে CESE ট্রান্সফরমা অসুরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে, আর সেই ফুটপাত দিয়ে যাচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ পথচারীরা। বর্ষা আসতেই সাধারণ মানুষকে বিদ্যুৎপৃষ্টের হাত থেকে সচেতন করতে CESE ঢালাও বিজ্ঞাপন আমাদের চোখে পড়ে। কিন্তু বালিগঞ্জ সংলগ্ন এই ছবি অন্য কথা বলছে।

সাধারণ পথচারীরা তারা জানাচ্ছেন, ফুটপাতের মধ্যে এমনভাবে ট্রান্সফরমা খুলে থাকলো তাদের কাছে কিছু করার নেই। কেউবা বলছে দীর্ঘদিন ধরে এমন ভাবে পড়ে রয়েছে ট্রান্সফরমার,  যাদের দায়িত্ব থাকা উচিত তারা যদি না দায়িত্ব পালন করে তারা কি করবে। কেউবা আবার বলছে বহু স্কুল পড়ুয়া এই রাস্তা দিয়ে যায় যে কোন সময় বড়সড়ো দুর্ঘটনা হতে পারে।

আমরা যোগাযোগ করেছিলাম CESE দক্ষিণ শাখায়। তারা জানাই  ব্যবস্থা নেব, এমন কোন জায়গায় এইরকম ট্রান্সফরমার খুলে আছে কিনা তাদের কাছে কোন খবর ছিল না। আমাদের প্রশ্ন কেন ছিল না?

যেখানে সাধারণ মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে সেই জায়গাগুলো তে ট্রান্সফরমার লাগিয়ে কেন রক্ষণাবেক্ষণ করবে না CESE। আর পাঁচটা ঘটনার মতন সাধারণ মানুষের বিপদ হওয়ার হয়ে যাওয়ার পরে কি টনক নড়বে! এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related Articles