কলকাতা
যাত্রীদের গুনতে হবে অতিরিক্ত ভাড়া, কী জানাল মেট্রো কর্তৃপক্ষ
Passengers will have to pay additional fare, what did the metro authorities say?

Truth Of Bengal: মেট্রো রেল কলকাতা কর্তৃপক্ষ জানিয়েছেন, বুধবার নতুন বছরের প্রথম দিন, পয়লা জানুয়ারি থেকে কাজের দিনগুলিতে কবি সুভাষ ও দমদম থেকে উভয় দিকে রাত দশটা চল্লিশে ছাড়া বিশেষ ট্রেনটির সকল যাত্রীদের সংশ্লিষ্ট টিকিটের ভাড়ার সঙ্গে অতিরিক্ত ১০ টাকা সারচার্জ দিতে হবে।
রাতের ওই বিশেষ মেট্রোয় যাত্রীর সংখ্যা খুব কম হওয়ার কারণে এই অতিরিক্ত চার্জ কার্যকর করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে নেওয়া এই ১০ টাকা অতিরিক্ত সারচার্জ কিছুদিন পরে পর্যালোচনা করা হবে বলে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন।