ফের মেট্রো বিভ্রাট, নাকাল নিত্যযাত্রীরা
Passengers harassed by metro outage in the morning

The Truth Of Bengal : কাজের দিনে সাত সকালে মেট্রো বিভ্রাট হয়রানির শিকার যাত্রীরা। ময়দান স্টেশনে সিগন্যালিংয়ের সমস্যা। আপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। ময়দান স্টেশনের বিদ্যুৎ বিভ্রাটের জেরে এই সমস্যা। আধঘন্টা ধরে বিঘ্নিত হয় আপ ও ডাউন লাইনের মেট্রো পরিষেবা।
গতকাল রাত্রেই এই যান্ত্রিক বিভ্রাট দেখা যায়। মেট্রো কর্তৃপক্ষ ভেবেছিল সকালের মধ্যে যান্ত্রিক গোলযোগ কাটিয়ে মেট্রো চলাচল স্বাভাবিক করতে পারবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা ম্যানুয়াল সিগন্যালিং সিস্টেমের মাধ্যমে চালানো হচ্ছে প্রত্যেকটি স্টেশনে দশ মিনিট করে দাঁড়াচ্ছেন মেট্রো রেল।
পরবর্তী স্টেশনের সিগনাল পাওয়ার পরেই স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে মেট্রো। ব্লু লাইনে মেট্রো পরিষেবা বিঘ্ন ঘটায় হয়রানির শিকার অফিস যাত্রীরা। যান্ত্রিক ত্রুটি সারাতে ঘটনাস্থলে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টায় মেট্রো কর্তৃপক্ষ।
প্রসঙ্গত গত মাসে শোভাবাজার স্টেশনে কবি সুভাষমুখী একটি ট্রেন আটকে পড়ে। তার জেরে মেট্রোর আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। পর পর স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। আংশিক পরিষেবা দেওয়া হয় দমদম থেকে দক্ষিণেশ্বর এবং সেন্ট্রাল থেকে কবি সুভাষ অবধি। দুর্ভোগের মুখে পড়েন যাত্রীরা। প্রায় ঘণ্টা খানেক পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।