কলকাতা

হাইকোর্টে সিবিআই মামলায় জামিন পেলেন না পার্থ

Partha denied bail in CBI case in High Court

Truth Of Bengal: মঙ্গলে সিবিআই মামলায় পার্থের জামিনের আবেদন খারিজ করলো হাইকোর্ট। হাইকোর্টে আটকে গেল পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন। পার্থ সহ পাঁচজনের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন খারিজ করেছে আদালত। পার্থর আবেদন খারিজ করল বিচারপতি তপব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চ।

এদিন হাইকোর্টে জামিন খারিজ করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থসহ সুবিরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাঘ্যায়, শান্তি প্রসাদ সিনহা, অশোক কুমার সাহাদের। বিচারপতি তপব্রত বলেন, অভিযুক্তদের যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ছাত্রদের উপর অবিচার করা হবে। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “কোর্ট বিবেচনা করেই নিশ্চয় জামিন দেয়নি। আর কোর্ট জামিনই বা দেবে কেন। যতক্ষণ না ট্রায়াল শেষ হচ্ছে বেরিয়ে এসেই তো গুন্ডাবাহিনী লাগিয়ে দেবেন বিভিন্ন সাক্ষীর বিরুদ্ধে।”

  • হাইকোর্টে জামিন পেলেন না পার্থ
  • বিরম্বনা বাড়লো পার্থ চট্টোপাধ্যায়ের
  • সিবিআই এর মামলায় জামিনের আবেদন খারিজ
  • বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজ্য মৌন থাকতে পারে না।
  • পার্থসহ পাঁচজনের জামিনের আবেদন খারিজ
  • ইডি কে চরম ভৎসনা বিচারকের
  • ‘দেরি হচ্ছে আমাকে জানাননি কেন’
  • ‘প্রয়োজনে সারারাত বসে কাজ করুন’
  • বুধবার সব পক্ষকে নথি পেশ করতে হবে

Related Articles