কলকাতা

বস্তাবন্দী পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য রিজেন্ট পার্ক এলাকায়

Panchlia in Regent Park area to recover the packed rotting body

The Truth Of Bengal: মহিলার বস্তাবন্দী পচাগলা দেহ উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রিজেন্ট পার্ক এলাকার শান্তিনগর খালের ব্রিজের নিচ থেকে বস্তায় মোড়া দেহ উদ্ধার করে পুলিশ ও বির্পযয় মোকাবিলা দল। পুলিশ সূত্রে খবর, বস্তার ভিতর থেকে এক অজ্ঞাত পরিচিত যুবতীর দেহ উদ্ধার হয়।যদিও মহিলার দেহ এখনও শনাক্ত করা যায়নি বলেই জানিয়েছে পুলিশ।

পুলিসের অনুমান ২ থেকে ৩ দিন আগে মহিলার মৃত্যু হয়েছে।যদিও মহিলার দেহে আঘাতের চিহ্ন মেলেনি। কী ভাবে যুবতীকে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহ এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রথমে রিজেন্ট পার্ক এলাকার খালে সাদা রংয়ের বস্তা ভাসতে দেখেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের, মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর খবর দেওয়া হয় পুলিশে।

এরপর পুলিশ ও বির্পযয় মোকাবিলা দল এসে দেহটি উদ্ধার করে তারা বস্তাটিকে পাড়ে নিয়ে এসে খুলতেই মহিলার দেহ উদ্ধার হয়।পুলিশ সূত্রে জানা যায়, মহিলার বয়স ৩০ বছরের কাছাকাছি। পরনে ছিল কমলা রঙয়ের জামা ও প্যান্ট। যদিও মৃত্যুর আসল কারণ জানতে পারেনি পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান,মহিলাটিকে ধর্ষণ করে বস্তাবন্দী করে ফেলে দেওয়া হয়েছে। যথাযথ তদন্ত করে মৃত্যুর কারণ জানতে চাইছে পুলিশ ।

Related Articles