কলকাতা

তিস্তার নয়নাভিরাম দৃশ্য দেখতে পৌঁছে যান পানবুদারা

Panbudaras arrive to see the breathtaking view of Teesta

Truth Of Bengal : এই গরম থেকে রেহাই পেতে যদি চান কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর দৃশ্য দেখতে তাও আবার ৩৬০ ডিগ্রিতে তাহলে আপনাকে পৌঁছে যেতে হবে পানবুদারাতে। আপনি চাইলে সারাবছরই পানবুদারাতে যেতে পারেন। পর্যটকদের কাছে পানবুদারা ভ্রমণের সেরা ঠিকানাগুলির মধ্যে একটি হতে পারে।

এখানে আসলে যদি একমনে আকাশের দিকে তাকিয়ে থাকেন তাহলে মনে হবে যেন জেগে জেগে আপনি স্বপ্ন দেখছেন। মেঘ ভেসে চলেছে। সেই মাঘ আবার কখনও আপনার কাছে এসে বন্ধুত্ব করতে চাইছে আপনার সঙ্গে। এই জায়গাটি যেন জীবন্ত এক ক্যানভাস, যা আঁকা হয়েছে দূষণ মুক্ত রংতুলি দিয়ে। এই পানবুদারা অবস্থিত কালিম্পঙে, কালিম্পঙের ইয়াংমাকুম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই পাহাড়ি গ্রাম।

কালিম্পঙের মূল শহর থেকে মাত্র ৪৮ কিলোমিটার দূরেই অবস্থিত এই পানবুদারা। এই গ্রাম থেকে দূরের দিকে তাকালে দেখা যায় সবুজে ঢাকা ছোট বড় পাহাড়। ওই যে দূরে বয়ে চলেছে তিস্তা নদী। সেই নদীর নয়নাভিরাম দৃশ্য দেখতে বড়ই ভালো লাগবে আপনার। পানবুদারা থেকে আপনি পৌঁছে যেতে পারবেন সামথার, চারকোল, পাবুং। শিলিগুড়ি থেকে এই গ্রামের দূরত্ব ৪০ কিলোমিটারের মতো। আপনি চাইলে এনজেপি হয়ে কিংবা শিলিগুড়ি হয়েও আসতে পারেন এখানে। থাকা এবং খাওয়ার জন্য পানবুদারাতে রয়েছে বেশ কয়েকটি হোমস্টে। তাই চিন্তার কোন কারণ নেই, ২ – ৩ দিন শহরের কোলাহল থেকে দূরে গিয়ে এই পানবুদারাতে প্রকৃতির মাঝে সময় কাটিয়ে যেতেই পারেন।

Related Articles