অরেঞ্জ লাইনে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত,ট্রায়াল রান চালাল মেট্রো কর্তৃপক্ষ
Orange Line from Hemant Mukherjee Station to Beleghata

The Truth of Bengal: অরেঞ্জ লাইন বলে পরিচিত হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত। ট্রায়াল রান চালিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শনিবার সকাল ১১টা ২২মিনিট নাগাদ মেট্রোর শীর্ষ আধিকারিকদের উপস্থিতি এই ট্রায়াল চলে।মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আরও জানিয়েছেন, কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত এই ট্রায়ালে মেশিনারি থেকে স্টাফ সবার মধ্যে সামঞ্জস্য বজায় রেখে পরিষেবা খতিয়ে দেখা হয়।বলা যায়,অরেঞ্জ লাইনে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৩৯ কিলোমিটার মেট্রো পথের অবস্থা পর্যালোচনা করে দেখা হয়। এই মেট্রো পথে রয়েছে ৪টি স্টেশন।যারমধ্যে উল্লেখযোগ্য, ভিআইপি বাজার,ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত ও বেলেঘাটা।দুবার মেধা রেক উভয় লাইন নিয়ে চলাচল করে। ১১টা ২২এ শুরু হওয়া এই ট্রায়াল রান শেষ হয় ১২টা ৩৫মিনিটে। ট্রায়াল রানে কী কী বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয় ?
১.ট্রাকের ফিটনেস
২. এমার্জেন্সি ব্রেক
৩. পাওয়ার সাপ্লাই
৪. রেকগুলো ঠিকমতো ডকিং হচ্ছে কিনা
একইসঙ্গে স্টেশন স্টাফেরা কতটা ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে পারছেন তাও খতিয়ে দেখা হয়।