কলকাতা

‘অপারেশন সিঁদুর’: ভারতের প্রত্যাঘাতে তছনছ পাকিস্তান! মুখ্যমন্ত্রীর বার্তা ‘জয় হিন্দ, জয় ইন্ডিয়া’

'Operation Sindoor': Pakistan devastated by India's retaliation! Chief Minister's message 'Jai Hind, Jai India'

Truth Of Bengal: পহেলগাঁও হামলার পর পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত। মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। এই অভিযানে ব্যবহার করা হয় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। জানা গিয়েছে, বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা এবং হিজবুল মুজাহিদিনের ঘাঁটি ধ্বংস করা হয়েছে।

বুধবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স (টুইটার)-এ লেখেন, ‘জয় হিন্দ, জয় ইন্ডিয়া।’ উল্লেখ্য, সর্বদল বৈঠকে তৃণমূল আগেই জানিয়ে দিয়েছিল, প্রত্যাঘাত নিয়ে কেন্দ্রের পাশে থাকবে তারা।

এই হামলার তত্ত্বাবধানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতেই সরকারের তরফে জানানো হয়, ‘প্রিসিশন স্ট্রাইক’-এর মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু-কাশ্মীরের সেইসব জায়গায় আঘাত হানা হয়েছে, যেখান থেকে ভারতে সন্ত্রাসবাদী হামলার ছক করা হচ্ছিল।

পহেলগাঁও হামলার পর ভারত হুঁশিয়ারি দিয়েছিল এবং পাকিস্তানের উপর চাপ বাড়াতে একাধিক চুক্তি বাতিল করে। এরপরেই চালানো হয় এই প্রত্যাঘাত।

এই অভিযানে সারা দেশজুড়ে স্বস্তির হাওয়া। পহেলগাঁওয়ে নিহতদের পরিবার জানিয়েছে, ‘এটাই সঠিক জবাব। আমাদের প্রিয়জনদের আত্মা শান্তি পাবে।’

Related Articles