ক্যাফেকাণ্ডের এক চক্রীর দেখা মিলল কলকাতার চাঁদনি চকে, কী জানালেন দোকানের কর্মী ?
One of the gang members of the cafe incident was met at Calcutta's Chandni Chowk, what did the shop staff say?

The Truth Of Bengal : বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণকাণ্ডের দুই চক্রী কলকাতার এসপ্ল্যানেডে এর চাঁদনী চকে একটি মোবাইলের সারানোর দোকানে গিয়েছিল। শনিবার ওই দোকানকের এক কর্মী আব্দুল সংবাদমাধ্যমে জানান, “যে ফোনটি তাঁদের কাছে সারাই করতে দেওয়া হয়েছিল, তা ঠিক করা যায়নি।”
এনআইএ সূত্রে জানা যায়, কলকাতার এসপ্ল্যানেডে এর চাঁদনী চকে একটি মোবাইলের সারানোর দোকানে গিয়েছিল বিকেল ৪টে নাগাদ এক জঙ্গি গিয়েছিল। তাকে সিসিটিটিভি ফুটেজে দেখা যায়। দোকানের কর্মী জানান একজন তাদের দোকানে এসেছিলেন মোবাইলের অডিয়োতে সমস্যাতির সমাধানের জন্য। তার ফোনে শব্দ হচ্ছিল না। তাই বেশ কিছুক্ষণ মোবাইলটি পরীক্ষা করেতদেখতে হয়েছিল। কিছুক্ষন সময় নিয়ে ফোনটি ঠিক করার অনেক চেষ্টা করলেও কাজ হয়নি। তাই তাঁকে জানানো হয়েছিল এক দিনের জন্য মোবাইলটি দোকানে রেখে যেতে। দোকানের কর্মীর কথা শুনে ফোনটি রেখে গেলেও পরের দিনও মোবাইল সারানো যায়নি। তাই ব্যক্তিকে মোবাইলটি ফেরত দিয়ে দেওয়া হয় পরের দিন সকালে। তারপর আর কেউ আসেনি।
জানা যায়, সেই ফোনে সিম কার্ড ছিল না। ফোন ঠিক করার সময় যে দোকানদার ফোন সারাচ্ছিল, সে নিজের সিম ওই ফোনে ব্যবহার করেছিল। একজনকে ফোন করছিল। ফোন ঠিক হয়েছে দেখার জন্য। সেই সূত্র ধরেই NIA এর আধিকারিকেরা এই দোকানে যায়। এবং দোকানদারের বয়ান রেকর্ড করেন।