
Truth Of Bengal: ফের শহরে বাস দুর্ঘটনা। চিনার পার্কে বাসের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু। জানা যায়, ঘটনাস্থলে পড়ে যান বাইক আরোহী। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মঙ্গলবার এমনই ঘটনা ঘটে ওই এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগুইআটির দিক থেকে চিনার পার্কের দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস। বাইক আরোহী ওই বাসটির পিছনেই ছিলেন। এরপর লোকনাথ মন্দিরের সামনে বাসটি গতি কমায়। বাসটি গতি কমিয়েছে দেখে ওই বাইক আরোহী ডানপাশ কাটিয়ে বেরনোর চেষ্টা করেছিলেন। কিন্তু পাস কাটাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সমেত রাস্তায় পড়ে যান ওই বাইক চালকটি।
সেসময় বাসের চালক বাইকটিকে পাশে চেপে দেন। সাথে ওই আরোহীর মাথার উপর দিয়ে চলে যায় এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। এরপর ওই বাসের চালককে উপস্থিত লোকজনরাই ধরে ফেলেন। বাইক আরোহীকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে, মৃত ওই বাইক আরোহীর বয়স আনুমানিক ৩০। ইতিমধ্যে ঘাতক বাস এবং বাসের চালককে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ।