আবারও আবহাওয়ার খামখেয়ালি মনোভাব, নাজেহাল বঙ্গবাসী…
Once again, Bengalis are upset by the weather's whimsical behavior.

The Truth Of Bengal: এমনিতেই অকাল বৃষ্টির জেরে নাজেহাল গোটা বঙ্গ তার ওপর জাঁকিয়ে পড়ছে শীত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিনে তাপমাত্রার হেরফের বজায় থাকবে।
বুধবার বিকেলের পর বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে কলকাতা। ফলে দক্ষিণের জেলাগুলিতে ঠান্ডা আবার বাড়তে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণের জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা কয়েক ডিগ্রি কমতে পারে। ফলে জানুয়ারির শেষ সপ্তাহে আরও ঠান্ডা পড়ার সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ড এবং ছত্তীসগঢ় থেকে ঠান্ডা বাতাস বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ছে। সেই কারণে দক্ষিণে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। তাই ঘনীভূত হয়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে।
বুধবার ঠান্ডা কমেছে। আকাশ মূলত মেঘলা ছিল। মেঘ কাটলেই তাপমাত্রার পারদ আবার নামতে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পঙের পাহাড়ি এলাকায় আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে।
Free Access