গার্ডেনরিচ কাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩
Number of arrests in Gardenreich case rises to 3

The Truth Of Bengal : গার্ডেনরিচ কান্ডে গ্রেফতারের সংখ্যা আরো এক বেড়ে হল তিন। পুলিশ সূত্রে খবর, শেখ রিপন নামে এক পেকটি গার্ডেনরিচের ভেঙে পড়া বাড়িটির নির্মাণ শ্রমিক ছিলেন। এছাড়াও রিপনের ওপর ছিল অন্যান্য শ্রমিকদের দেখাশোনার দায়িত্ব।
প্রসঙ্গত, রবিবার মাঝরাতে মহানগরের ঘটে গিয়েছিল একটি ভয়াবহ দুর্ঘটনা যার রেস এখনো বর্তমান। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের ফতেপুর ব্যানার্জি পাড়া লেনে একটি নির্মীয়মান বহুতল ভেঙে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৯ জনের। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর নার্সিংহোমে গিয়েছিলেন আহতদের দেখতে। এরপর এই ভয়াবহ ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘোষণা করেছেন ক্ষতিপূরণের।
এছাড়াও দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন এলাকার বিধায়ক তথা মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু। উল্লেখ্য, গার্ডেনরিচ কান্ডে ইতিমধ্যেই মোহাম্মদ ওয়াসিম নামে এক প্রোমোটারকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গার্ডেন থানার পুলিশ প্রোমোটারের বিরুদ্ধে গাফিলতীর অভিযোগ, ৩০৭ ধারায় খুনের চেষ্টা, ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন এবং অবৈধ নির্মাণের জন্য KMC অ্যাক্টেও মামলা দায়ের করেছেন।