কলকাতা

“ওয়াক নয়, ওয়ার্ম আপ”! লন্ডনের ঠান্ডায় হাওয়াই চটি-শাড়িতে প্রাতঃভ্রমণে মমতা

"Not a walk, warm up!" Mamata takes a morning walk in Hawaii in London cold

Truth of Bengal: লন্ডনের আকাশ মেঘে ঢাকা, কনকনে ঠান্ডা হাওয়া বইছে, তাপমাত্রা নেমেছে মাত্র ৪ ডিগ্রিতে। এমন শীতেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভার। সোমবার সকালে হাওয়াই চটি আর সাদা শাড়ি পরেই বাকিংহাম প্যালেস ও হাইড পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়লেন তিনি। হাঁটাহাঁটির পর নিজেই বললেন, “আজ ওয়াক নয়, ওয়ার্ম আপ।”

লন্ডন সফরে ব্যস্ত সময় কাটাচ্ছেন মুখ্যমন্ত্রী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ছ’দিনের সফরে এসেছেন তিনি, যেখানে রয়েছে একাধিক বৈঠক, শিল্প বিনিয়োগ নিয়ে আলোচনা ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ। কিন্তু শত কাজের মধ্যেও নিয়মিত শরীরচর্চা তাঁর অভ্যাস। লন্ডনেও তার ব্যতিক্রম হলো না।

সকাল থেকেই বাকিংহাম প্যালেসের সামনে জমছিল ভিড়। শীতের সকালে পর্যটকদের আনাগোনা, ছোটদের কোলাহলে মুখরিত ছিল রাস্তা। হঠাৎ করেই পরিচিত এক সাদা শাড়ির অবয়ব নজরে এলো অনেকের। সাধারণ মানুষের মতোই হেঁটে চলেছেন একজন রাজনৈতিক নেতা, নেই কোনো জাঁকজমক। লন্ডনের ঠান্ডা উপেক্ষা করে তাঁর এই অনাড়ম্বর উপস্থিতি বিস্মিত করল অনেককেই।

যেন এক অদ্ভুত সমাপতন— মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাতঃভ্রমণের মধ্যেই বদলে গেল লন্ডনের আবহাওয়া। ধূসর আকাশ ধীরে ধীরে ফিকে হতে শুরু করল, একসময় তা পরিণত হলো ঝলমলে নীলে। সঙ্গে সঙ্গে কমল ঠান্ডার তীব্রতাও। মমতা যেখানে যান, আবহাওয়াও যেন বদলে যায়!

হাওয়াই চটি, সাদা শাড়ি আর মাটির কাছে থাকার মনোভাব— এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চিরপরিচিত রূপ। দেশ হোক বা বিদেশ, পোশাকে-আচরণে তিনি বদলান না। জাঁকজমকের বিপরীতে এক সাধারণ অথচ দৃঢ়চেতা নারী— লন্ডনের শীতের সকালেও তিনি সেই পরিচয়ই দিলেন।

Related Articles