কলকাতা

নিউটাউন ধর্ষণ-কাণ্ড: অভিযুক্তর কঠোরতম শাস্তি চাইছেন মা ও স্ত্রী

Newtown rape case: Mother and wife seek harshest punishment for accused

Truth Of Bengal: ব্রেকের স্প্রিংয়ের তার দিয়ে পেঁচিয়ে খুন ও তারপর নির্যাতনের ভয়ঙ্কর ঘটনায় কাঠগড়ায় টোটোচালক। অভিযু্ক্তকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত জেলা আদালত। নিউটাউনের নির্যাতনকারীর কঠরোতম শাস্তি চেয়ে সরব হলেন সৌমিত্র রায়ের স্ত্রী ও মা। এদিকে, নির্যাতিতার বাবা আবার দাবি করেন, ফাঁসি চাই।

নির্যাতনের নৃশংসতা শুনলে গা শিউরে উঠবেই। সমাজের অপরাধ প্রবণতা কতটা ভয়ঙ্কর পর্যায়ে গেছে তা শুনলে যে কেউ ভাবতেই পারেন, এই অপরাধী অন্তত মানুষ নয়। তাকে পশুও বলা যাবে না। কারণ কোনও পশু এই ঘটনা ঘটায় না। নাবালিকাকে নির্যাতনের জন্য একজন টোটো চালক এতটা নিচে নামতে পারে, তা সত্যিই বীভত্স।

কারণ ব্রেকের স্প্রিংয়ে পেঁচিয়ে যেভাবে ক্লাসের এইটের ছাত্রীকে নির্যাতনের ঘটনা ঘটানো হয়, তা নিয়ে নিন্দার ভাষা নেই। লক্ষ্মীবারে নাবালিকাকে সেই নির্যাতনের ঘটনা নাড়া দেয় নির্যাতনকারীর পরিবারকেও। অভিযুক্ত সৌমিত্র রায়ের স্ত্রী চাইছেন, যে অপরাধী এই ধরণের ঘটনা ঘটায় তার কঠোর শাস্তি হওয়া বাঞ্চনীয়। কীভাবে ছলনা করে নাবালিকাকে নির্যাতনের ফন্দি আঁটা হয়, তাও স্বামীর কথা তুলে ধরে জানান তিনি।

স্বামীর কঠোর শাস্তিও চেয়েছেন এই গৃহবধূ৷ ধৃতের স্ত্রীর দাবি, স্বামী ছাড়া পেলে অন্য অনেক মায়ের কোল খালি হয়ে যাবে৷ ধৃতের স্ত্রী ‘আর থবরকে’ জানিয়েছেন, সৌমিত্রের আগেও একটি বিয়ে ছিল৷ কিন্তু সে কথা তিনি জানতেন না৷ এই ঘটনার পর সৌমিত্র পুলিশের কাছে প্রথম বিয়ের কথা স্বীকার করে৷ শুধু স্ত্রী নয়, মাও চরম শাস্তি চেয়ে মুখ খুলেছেন।

সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে কেঁদে ফেলেন সৌমিত্রর মা। ’ বিবেকের দংশন থেকে তিনি বলেন, ‘কী বলব, আমার মুখে ভাষা নেই, মান সম্মান সব ধুলোয় মিশে গিয়েছে। শাস্তি হোক, এটাই আমি চাই।’ আর নির্যাতিতার বাবা বলেন, ফাঁসি ছাড়া কোনও শাস্তিই যথেষ্ট নয়।

কন্যাহারা পিতা বুকফাটা আর্তনাদের সুরে বলেন ‘আমরা অভিযুক্তর ফাঁসির দাবি জানাচ্ছি।’ বিবেকের দংশন থেকে  স্বজনহারানো পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থও হতে চায়। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিউটাউন থানা সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলেছে। সমস্ত টোটো ও অটো চালকদের তথ্য চেয়ে ডেটা বেস তৈরি করছে, যাতে এ ধরনের অপরাধ হলে অপরাধীদের সাজা নিশ্চিত করা যায়।

Related Articles