নববর্ষে বাঙালির উদ্দেশ্যে কথা ও সুরে গান বাঁধলেন মুখ্যমন্ত্রী
New Year song with lyrics and tunes by the Chief Minister, Sriradha Banerjee has gone

Truth Of Bengal: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে নববর্ষের গান প্রকাশিত হয়েছে। “বৈশাখ মাসে এলো নববর্ষ/ নিয়ে এসো নিয়ে এসো নবহর্ষ”- মুখ্যমন্ত্রীর গানের কথা ও সুরে গলা মিলিয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দোপাধ্যায়। সামাজিক মাধ্যমে এই গানটি সকলের হৃদয় কেড়েছে। এই গান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পেজে লিখেছেন,
‘”বৈশাখ মাসে এলো নববর্ষ
নিয়ে এসো নিয়ে এসো নবহর্ষ”
নতুন বছরের আগমনে প্রসন্নতা এবং প্রফুল্লতায় ভরে উঠুক বাংলা। আমার কথা ও সুরে, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ‘নববর্ষের গান’। সকলকে জানাই শুভ নববর্ষের শুভনন্দন। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ। ভালো থাকুন, সুস্থ থাকুন।”
বিভিন্ন উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গান মানুষের হৃদয় জয় করে। দুর্গোৎসবের সময়ও মুখ্যমন্ত্রীর গান প্রকাশিত হয়েছিল। দুর্গোৎসব উপলক্ষে সেই সব গান বিভিন্ন পুজো মন্ডপেও শোনা যায়। বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের গান বাঙালি শ্রোতাদের মন কেড়ে নেয়। এবার নববর্ষের গান। গানের মধ্য দিয়ে বাংলার কোটি কোটি মানুষকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বার্তা শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ।