কলকাতা

দোল যাত্রা ও হোলি উপলক্ষে মুখ্যমন্ত্রীর কথা ও সুরে নতুন গান

New song with lyrics and tunes by the Chief Minister on the occasion of Dol Yatra and Holi

Truth Of Bengal: বাংলার সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা সৃষ্টিশীল লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবিতা, প্রবন্ধের মতোই সঙ্গীতেও অন্যরকম ভাবনার উপস্থাপনা করেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজো,বড়দিনের মতোই দোলযাত্রা –হোলি উত্সব নিয়েও অনন্য সৃষ্টি উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে দোলযাত্রা নিয়ে রচিত গানটি গেয়েছেন শিল্পীও তথ্য-সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন। সুরের সোনালী ধারায় সমাজের সব অংশের মানুষকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে নব সৃষ্টিতে। মুখ্যমন্ত্রীর ভাবনা কার্যত সঙ্গীত জগতে বিশেষ ছাপ ফেলেছে।

সুর-ছন্দে রঙিন উপস্থাপনা সবমহলের কাছে দৃষ্টিনন্দন এক আলাদা আবেশ তৈরি করেছে। বঙ্গ সংস্কৃতির বহমান ধারায় মাতোয়ারা হয়ে ওঠা নতুন প্রজন্মের কাছে এই নয়া সৃষ্টি আলাদা আনন্দের হিল্লোল তুলছে। জাতি-ধর্ম-নির্বিশেষে সম্প্রীতির যে শিকড় বাংলায় রয়েছে তাকেই শক্তিশালী করার আহ্বান হয়েছে। বাংলার নব প্রজন্ম এই সুর-ছন্দের আবেগে ভেসে উঠেছে। বাংলার উল্লাসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এই সৃজনশীল উপহার আবেগের জোয়ার সৃষ্টি করেছে।

Related Articles