ঢেলে সাজছে বন্দেভারত, যাত্রী স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিতেই নয়া পদক্ষেপ রেলের
Vande Bharat Express new features

The Truth of Bengal: বন্দেভারত ভিন্ন রুটে চালু হওয়ার পর থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। প্রথম থেকেই কয়েকটি রাজ্যে যেমন এই সেমি হাইস্পিড ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছে, তেমনই আবার দেখা গিয়েছে এই ট্রেনকে ঘিরে যাত্রীদের মধ্যে ব্যাপক উন্মাদনা। যদিও সম্প্রতি কয়েকটি ঘটনা বন্দেভারতের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বড় অঙ্কের গ্যাঁটের কড়ি খরচ করেও, ট্রেনের খাবার থেকে গতি নিয়েও প্রশ্ন উঠেছে।
সমস্ত অভিযোগই জমা পড়েছে রেলের ঘরে। রেল সূত্রের খবর, যাত্রী স্বাচ্ছন্দ্যকে মাথায় রেখেই পরিষেবার ক্ষেত্রে আরও গুরুত্ব বাড়ানো হচ্ছে। আগামী রবিবার প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন আরও ৯টি বন্দেভারত। সেই তালিকায় রয়েছে পাটনা হাওড়া বন্দেভারতও। তবে এই নতুন রেকের ক্ষেত্রে বাড়তি বেশ কিছু ফিচার লক্ষ্য করা যাবে। সর্বমোট ২৫টি ফিচার দেখা যাবে নতুন রেকগুলিতে।
রেলের তরফে জানানো হয়েছে, বন্দেভারতের নতুন রেকগুলিতে প্রতিটি আসনের কুশন আরও নরম করা হচ্ছে। ইসিসি কামরাগুলির সিটের রং লালের বদলে নীল করা হচ্ছে। মোবাইল চার্জিং পয়েন্টগুলিতে যাতে যাত্রীদের হাত সহজে পৌঁছয়, সেই ব্যবস্থা করা হচ্ছে। বাড়ানো হচ্ছে সিটের সামনে পা রাখার জায়গা।
বন্দে ভারতের ওয়াশরুমে যাতে জল ছিটকে যাত্রীদের গায়ে না লাগে, সেই জন্য ওয়াশ বেসিনগুলিকে আরও গভীর করা হচ্ছে। টয়লেটের আলোর ব্যবস্থা আরও ভালো করা হচ্ছে। আগের জেনারেশনগুলির তুলনায় এবারের রেকগুলিতে সৌখিনতার দিকেও বাড়তি নজর দেওয়া হচ্ছে। সবমিলিয়ে এমন প্রায় ২৫টি নতুন ফিচার আনা হয়েছে যা বন্দে ভারত সফরে যাত্রীদের এক অসাধারণ অনুভূতি এনে দেবে।