কলকাতা

প্রতি মাসে উপভোক্তাদের সামাজিক সুরক্ষা প্রকল্পের হিসাব জানিয়ে দেবে নবান্ন

Navanna will inform consumers of their social security scheme accounts every month

Truth Of Bengal: অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালু করেছে এক অনন্য সামাজিক সুরক্ষা প্রকল্প। এবার থেকে প্রতি মাসে উপভোক্তারা এসএমএসের মাধ্যমে বিনামূল্যে তাঁদের অ্যাকাউন্টের আপডেট পাবেন। এই উদ্যোগ তাঁদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলে মত প্রশাসনিক কর্তাদের।

বর্তমানে রাজ্যে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন ১ কোটি ৭৬ লক্ষ মানুষ। আগে তাঁদের জমার তথ্য জানার জন্য লেবার অর্গানাইজারদের মাধ্যমে বা সরকারি অফিসে গিয়ে ‘পাস বই’ আপডেট করতে হত। এখন থেকে এই জটিলতা দূর করতে সরাসরি মোবাইলে এসএমএস পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, যাতে প্রতিমাসে টাকা জমার খবর দ্রুত পাওয়া যায়।

এই সামাজিক সুরক্ষা প্রকল্প ঠিক প্রভিডেন্ট ফান্ডের মতো কাজ করে, তবে এটি সম্পূর্ণ বিনামূল্যে। কেউ যদি ১৮ বছর বয়সে এই প্রকল্পে নাম লেখান, তাহলে ৬০ বছর পর এককালীন ২ লক্ষ ৭২ হাজার টাকা পাবেন (বর্তমান সুদের হারে)। এছাড়া রয়েছে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ-সহ একাধিক সুবিধা।

এই প্রকল্পের জন্য রাজ্য সরকার প্রতি মাসে ৯৬ কোটি ৮০ লক্ষ টাকা এবং বছরে প্রায় ১২০০ কোটি টাকা ব্যয় করে। ২০২০ সালের এপ্রিল মাস থেকে এই প্রকল্পের পুরো খরচই রাজ্য সরকার বহন করছে।

এর আগে, ২০১১ সালের আগে মাত্র ৪৪ হাজার ৬৩০ জন এই প্রকল্পের সুবিধা পেয়েছিলেন, যেখানে সরকারি খরচ হয়েছিল মাত্র ৯ কোটি ২৫ লক্ষ টাকা। কিন্তু ২০১১ থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ৩৪ লক্ষ ৯৪ হাজার ৮৪৭ জন এই সুবিধা পেয়েছেন, যার জন্য সরকারের ব্যয় হয়েছে ২,৬০৬ কোটি ৫৮ লক্ষ টাকা।

শুধু এসএমএস পরিষেবাই নয়, উপভোক্তারা যাতে অনলাইনে তাঁদের অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য দেখতে পান, তার জন্যও একটি বিশেষ ওয়েবসাইট তৈরির কাজ চলছে। এই উদ্যোগ কার্যকর হলে, সামাজিক সুরক্ষা প্রকল্প আরও সহজ ও স্বচ্ছ হবে বলে মনে করছে রাজ্য শ্রমদপ্তর।

রাজ্যের প্রশাসনিক কর্তারা মনে করছেন, এই পদক্ষেপ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে আরও আশ্বাস দেবে এবং তাঁদের অর্থনৈতিক নিশ্চয়তা আরও জোরদার করবে।

Related Articles