কলকাতা

‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজে গতির নির্দেশ নবান্নের

Nabanna orders speed up work on 'Banglar Bari' project

Truth Of Bengal: জয় চক্রবর্তী: ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ ধীর গতিতে এগোচ্ছে। যা নিয়ে উস্মা প্রকাশ নবান্নের। ‌ দ্রুত এই প্রকল্পের কাজে গতি আনতে হবে। পঞ্চায়েত দপ্তরের ব্লক স্তরের অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে উপভোক্তাদের।

প্রথম কিস্তির টাকা পাওয়ার পর উপভোক্তারা তাদের বাড়ির তৈরীর কাজ কতটা এগিয়েছে তার দেখভাল হচ্ছে না। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নবান্ন। টাকা দেওয়ার পর ২৫ শে ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র তিন লক্ষের কিছু বেশি সংখ্যক উপভোক্তার কাজকর্ম দেখার রিপোর্ট এসেছে। রিপোর্ট এসেছে রাজ্যের একুশ টি জেলায় ২ লক্ষ ৮০ হাজার ২১৫ টি বালির নির্মাণ কাজ শুরু হয়েছে।

পাশাপাশি মাত্র ৫১ হাজার এর মত বাড়ির ভিত থেকে লিনটন পর্যন্ত কাজ শেষ হয়েছে। ‌ দুই চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটা জেলায় কাজের গতি ধীর। পাশাপাশি ঝাড়গ্রাম, নদীয়া, কোচবিহার, পূর্ব বর্ধমান সহ কয়েকটি জেলায় রিপোর্ট ভালো। ‘বাংলার বাড়ি’ প্রকল্পে কাজের গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। নবান্ন সূত্রে খবর, প্রকল্পের কাজ দেখভাল করার জন্য ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে।

Related Articles