জনসংযোগে গতি আনতে নয়া কর্মসূচি ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ সোশ্যাল মিডিয়ায় প্রচারে জোর নির্দেশ নবান্নের
নবান্নের তরফে রাজ্যের প্রত্যেকটি জেলাশাসকের কাছে বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে।

The Truth of Bengal: জনমুখী প্রকল্পগুলিকে আরও তৃণমূল স্তরে ছড়িয়ে দিতে, সরকারকে একের পর এক কর্মসূচি নিতে দেখা গিয়েছে। তাতে সাফল্যও মিলেছে অনেকটা। পঞ্চায়েত ভোটের আগে নাগরিকদের পরিষেবা পৌঁছনোর জন্য চালু করা হয়েছিল দিদিকে বলো, এমনকী দুদফায় চালু করা হয়েছিল দুয়ারে সরকার। তিনটি কর্মসূচিতেই অভাবনীয় সাফল্য ধরা পড়েছে। এবার সেই একই মডেলে সাধারণ মানুষের মৌলিক পরিষেবার হাল হকিকত জানতে শুরু হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রী। প্রত্যন্ত এলাকার, রাস্তা, জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যার কথা জানানো যেতে পারে মুখ্যমন্ত্রীকে।
নবান্ন সূত্রের খবর, এর আগে যতগুলি জনসংযোগের কর্মসূচি নেওয়া হয়েছিল, প্রত্যেকটিতেই ব্যাপক সাড়া মিলেছিল। উপকৃত হয়েছিল রাজ্যের বহু মানুষ। সে কথা মাথায় রেখেই ফের একবার চালু করা হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, নবান্নের তরফে রাজ্যের প্রত্যেকটি জেলাশাসকের কাছে বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আরও বেশি করে প্রচার চালানোর জন্য ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ প্রকল্পের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ফোন নম্বর দিয়ে এই প্রকল্প চালুর কথা বলেছিলেন।তিনি আশ্বাস দিয়েছিলেন, যে কোনও সমস্যা হলে ওই নম্বরে ফোন করলে ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ ব্যাপক আকারে দেখা দিয়েছে। এই ক্ষেত্রেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’কে কাজে লাগানোর বার্তা দিয়েছিলেন স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা। কেউ কোনও হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলে, বা রক্ত পেতে অসুবিধা হলে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র নম্বরে ফোন করার কথা বলা হয়েছিল। গত সপ্তাহেই জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। এবার থেকে প্রথাগত প্রচার মাধ্যমের পাশাপাশি ডিজিটাল প্লাটফর্মেও ব্যাপক প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে, নবান্নের তরফে। বলা হয়েছেস সোশ্যাল মিডিয়ার যতগুলি জনপ্রিয় প্লাটফর্ম রয়েছে, যেমন ইউটিউব, ফেসবুক, X হ্যান্ডল, ইনস্টাগ্রামের মতো মাধ্যমগুলিতে আরও বেশি করে প্রচার করার।