নারকেলডাঙ্গায় খুন ঘিরে রহস্য ঘনিভূত, রাজনিতি নাকি পুরন শত্রুতা
Mystery surrounds murder in Narkel Danga , politics or old enmity

The Truth Of Bengal : সাত সকালে কলকাতায় যুবক খুন। শিয়ালদা ডিআরএম বিল্ডিং এর সামনের রাস্তা ১ নম্বর কাইজার স্ট্রীট থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম ইমামুদ্দিন। কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের সভাপতি পদে ছিলেন ওই যুবক। নারকেলডাঙ্গা থানা এলাকার ১১ বাই ২ এইচ হারসি স্ট্রিটের বাসিন্দা ৩৬ বছরের ইমামুদ্দিন আনসারি এবং স্ত্রী।
এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। খুনের তদন্ত শুরু করেছে নারকেলডাঙ্গা থানার পুলিশ। ইতিমধ্যে সন্দেহভাজন ২ জনকে আটক করা হয়েছে। এই খুনের পিছনে রহস্য কী! এর পেছনে কী রয়েছে কোন রাজনীতি না পুরনো বিবাদ! সমস্ত দিক খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ওই যুবকের। ওই প্রতিবেশী যুবকের ভয়ে দীর্ঘদিন ঘর ছাড়া ছিল ইমামুদ্দিন। প্রায় সাত দিন বাড়ির বাইরে আত্মগোপন করেছিল ওই যুবক।
এর মধ্যে তার বাড়ির সামনে সিসিটিভি ভেঙে দেওয়ার ঘটনা ঘটে। স্ত্রীর কাছে সেই খবর পেয়ে বাড়িতে ফিরে আসে ইমামুদ্দিন। তারপরেই বৃহস্পতিবার সকালে এই নৃশংস ঘটনা। ওই যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে শাহিদ নামে এক যুবকের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। পরিবার সূত্রে দাবি প্রায় ৫০ মিটার দৌড় করিয়ে খুন করা হয়েছে ইমামুদ্দিনকে। পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয় তাকে। এই খুনের ঘটনার পর থেকেই বেপাত্তা মূল অভিযুক্ত শাহিদ। এই ঘটনায় আর কারা জড়িত সেই বিষয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ ।