যাদবপুরের অধ্যাপকের রহস্যমৃত্যু! উত্তরাখণ্ডে উদ্ধার দেহ
Mysterious death of Jadavpur professor! Body recovered in Uttarakhand

Truth Of Bengal: দুই বন্ধুর সঙ্গে উত্তরাখণ্ডে বেড়াতে গিয়েছিলেন যাদবপুরের অধ্যাপক মৈনাক পাল। দুই বন্ধু না থাকলেও হোটেলে তিনি একাই ছিলেন। উত্তরাখণ্ডের লালকুঁয়ার একটি হোটেলে উঠেছিলেন তিনি। সেই হোটেলের মধ্যে থেকে উদ্ধার হয় তাঁর রক্তাক্ত দেহ। গলা ও হাত কাটা ছিল তাঁর। রক্তাক্ত অবস্থায় অধ্যাপকের দেহ মেলায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। পরিবার এই ঘটনা কিছুতেই মেনে নিতে পারছে না। খুন না অন্যকিছু তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কে বা কারা এই দুষ্কর্ম জড়িতে তাও স্পষ্ট হয়নি। ৪৪বছরের এই অধ্যাপকের অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার –পরিজন থেকে যাদবপুরও প্রেসিডেন্সির অধ্যাপকরা। তাঁরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চান।
প্রথমে প্রেসিডেন্সিতে পড়ানো শুরু করেছিলেন দর্শনের অধ্যাপক।তারপর ১৯২২সালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলে যান।দর্শন বিষয়ে ক্লাস নিতেন।পড়ুয়াদের সঙ্গে নিবিড় যোগ ছিল তাঁর।সদা বত্সল অধ্যাপকের আচরণে বেশ খুশি থাকতেন তাঁর সহকর্মী ও পড়ুয়ারা। মৈনাক বিশ্বাসের মতো মানুষকে অকালে চলে যেতে হওয়ায় সবমহলে সন্দেহ তৈরি করেছে।অনেকেই বলছে এই রহস্যজনক মৃত্যুর কিনারা হওয়া দরকার।
বরাবরই বেড়াতে যেতে ভালোবাসতেন মৈনাক পাল। তিনি আবার পাহাড়কে প্রিয় গন্তব্য বলে মনে করতেন।সময় পেলেই পাহাড়ের ডাকে সাড়া দিয়ে চলে যেতেন।সেইমতো এবারও পুজোর পর উত্তরাখণ্ডে বেড়াতে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। বন্ধুরা চলে এলেও হোটেলে একাই ছিলেন। কিভাবে অধ্যাপকের মৃত্যু, তাই নিয়ে প্রশ্ন উঠছে।