কলকাতা

মুর্শিদাবাদ অশান্তি: ৯ সদস্যের সিট গঠন করল রাজ্য সরকার

Murshidabad violence: Govt forms 9-member SIT

Truth of Bengal: মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠন করল রাজ্য পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (ASP) পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে। সিটে রয়েছেন মোট ৯ জন সদস্য— যাঁদের মধ্যে তিনজন ডেপুটি সুপার ও ছ’জন ইনস্পেক্টর থাকবেন।

এই বিশেষ দল অশান্তি সংক্রান্ত সব মামলার তদন্ত করবে। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্ত করাই এই সিটের মূল দায়িত্ব। তদন্ত শেষ হলে রিপোর্ট জমা দেওয়া হবে রাজ্য সরকারের কাছে, নবান্নে।

রাজ্য পুলিশের এই পদক্ষেপের পেছনে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কড়া মনোভাব। গতকাল পশ্চিমবঙ্গ পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে এক কড়া বার্তা দেন। তিনি স্পষ্টভাবে জানান, দোষীদের কাউকে রেয়াত করা হবে না।

এই সিট গঠনে যুক্ত রয়েছে স্থানীয় জেলা পুলিশ, রাজ্য পুলিশ, এসটিএফ, সিআইডি এবং রাজ্যের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (IB)। অর্থাৎ, রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ সংস্থা মিলেই তৈরি হয়েছে এই শক্তিশালী তদন্তকারী দল।

Related Articles