সোনারপুরে ফের খুন! উদ্ধার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ…
Murder Again in Sonarpur! Recovered Bloody Wounded Body

The Truth Of Bengal:সোনারপুরে ফের খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য। নরেন্দ্রপুরে কারখানা থেকে উদ্ধার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। উদ্ধার হওয়া যুবকের নাম কাসেম আলি মোল্লা ,নরেন্দ্রপুরের বনহুগলির কর্মকার পাড়ার ঘটনা। ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয় বলে খবর পুলিশ সূত্রে।
নরেন্দ্রপুরে কারখানা থেকে উদ্ধার এক যুবকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। মৃতের নাম কাসেম আলি মোল্লা (৩৬)। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার বনহুগলীর কর্মকার পাড়ায়। একটি ব্যানার ফেস্টুন তৈরির কারখানায় এই ঘটনা ঘটে। সন্ধের দিকে কারখানার মধ্যে থেকে ঝামেলার আওয়াজ পায় এলাকার বাসিন্দারা। সেইসময় ২/৩ জন ছিল বলে জানা গিয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান ভারি কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাই কারখানার মধ্যে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। গোটা ঘটনার তদন্তে পুলিস।
Free Access