শহরের বহুতলের স্বাস্থ্য পরীক্ষায় জোর দিতে চায় পুরপ্রশাসন
Municipal administration wants to emphasize health checks on city's high-rise buildings

Truth Of Bengal: এন্টালি-কসবা সহ শহরের একের পর এক বাড়ি হেলে পড়ার ঘটনায় আরও নজরদারি বাড়াচ্ছে পুরপ্রশাসন। এই ধরণের ঘটনা এড়াতে পদক্ষেপ করা হচ্ছে কড়া। মেয়র ফিরহাদ হাকিম বেআইনি নির্মাণের ঘটনায় কঠোরতম পদক্ষেপের বার্তা দিয়েছেন। সূত্রের খবর, তিলোত্তমার আবাসন সহ বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করার চেষ্টা হবে।
একের পরে বাড়ি হেলে পড়ার ঘটনা বাড়ছে মহানগরী কলকাতায়। বাঘাযতীন থেকে ট্যাংরা, তপসিয়া থেকে বাগুইহাটি- প্রতিদিন সংবাদ শিরোনামে জায়গা পাচ্ছে বহুতল হেলে পড়ার ঘটনা। শনিবার এন্টালিতে একটি বহুতল হেলে পড়ার খবরে আতঙ্ক ছড়ায় এলাকায়। এন্টালির ছাতুবাবু লেনে একটি পাঁচতলা বহুতল হেলে পড়ায় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। অভিযোগ, গত নভেম্বর মাস থেকে এই বাড়িটি হেলতে শুরু করেছে। পাশের বহুতলের সঙ্গে প্রায় ছুঁয়ে যাচ্ছে এই বহুতল।
অভিযোগ তিনতলা পর্যন্ত নির্মাণের অনুমোদন ছিল বাড়িটির। সেইমতো কলকাতা পুরসভা থেকে প্ল্যান পাস হয়েছিল। ২০১৬-১৭ সাল নাগাদ এই বাড়িটি নির্মাণ কার্য চলে। প্রথম তিনতলা পর্যন্ত বৈধভাবে কাজ হয়। পরবর্তীতে চারতলা ও পাঁচতলা নির্মাণ করে প্রোমোটার। পাঁচ তলা নির্মাণের কাজ এখনো চলছে। যখন চারতলা নির্মাণের কাজ চলে তখন থেকে এই বাড়িটি হেলতে শুরু করে। এমনটাই জানিয়েছেন ওই বহুতলের বাসিন্দারা।এই অবস্থায় নাগরিকদের অবৈধ বাড়ি কেনার আগে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন মহানাগরিক ফিরহাদ হাকিম।এলবিএসদেরও বাড়ির প্ল্যান পাশ করানোর বিষয়ে দায়িত্বশীল হওয়ার কর্তব্যের কথা বারবার মনে করিয়ে দিচ্ছেন তিনি।
বাসিন্দাদের অভিযোগ, পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল। ঘটনাস্থলে পুলিশ আসে। এই বহুতলে বহু পরিবারের বসবাস। যেভাবে বাড়িটি হেলতে শুরু করেছে আগামীতে এর ভবিষ্যৎ কী তা নিয়ে সন্দিহান তারাঁ। কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা বাড়িটি পরিদর্শন করেছেন। সূত্রের খবর এই বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
পাশাপাশি অবৈধভাবে চারতলা ও পাঁচতলা নির্মাণের জন্য প্রোমোটারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুরসভা। সূত্রের খবর, অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে পুরসভা। সেই সঙ্গে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে। এন্টালির মতোই কলকাতা পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ডের বেদিয়াডাঙা মসজিদ বাড়ি বাইলেনের, দুটি ফ্ল্যাট একে অপরের দিকে হেলে গেছে। ফ্ল্যাট হেলে পড়ার ঘটনায় কার্যত আতঙ্কের মধ্যে রয়েছে বাড়ির আবাসিকরা।