ঘুর পথে একাধিক লোকাল ট্রেন, সপ্তাহান্তে কতটা যাত্রী হয়রানির আশঙ্কা
Multiple local trains on the route, how many passengers are likely to be harassed during the weekend

The Truth Of Bengal : ট্রেনের যাত্রী বহন ক্ষমতা বাড়াতে উদ্যোগী পূর্ব রেল। পরিকাঠাময় পরিবর্তন আনতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা স্টেশনে এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্ম। যাত্রী বহন ক্ষমতা বাড়াতে শিয়ালদহ স্টেশনে এক থেকে চার নম্বর প্লাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ আগেই শুরু করেছিল রেল।
এবার ট্র্যাক, ওভারহেডের তার ও সিগনালিং ব্যবস্থার পুনরবিন্যাসের কাজ শুরু হবে। বৃহস্পতিবার রাত থেকে প্রায় ৪০০ কর্মী দিনরাত কাজ করবে। পরিকাঠামো পরিবর্তনের জেরে শিয়ালদা শাখার ১৪৭ টি ট্রেন চালানো হবে ঘুর পথে।
দমদম ও দমদম ক্যান্টনমেন্ট থেকে চলাচল করবে বেশিরভাগ ট্রেন। ফলে নৈহাটি, কল্যাণী, ব্যারাকপুর, রানাঘাট, শান্তিপুর, বনগাঁ, হাসনাবাদ শাখায় ব্যাপক যাত্রী হয়রানীর আশঙ্কা। কাজ চলাকালীন সময় শিয়ালদহ স্টেশনের ৬ নম্বর থেকে ১৩ নম্বর প্লাটফর্ম দিয়ে চালানো হবে লোকাল ও এক্সপ্রেস ট্রেন। মোট ৮০৬ টি লোকাল ট্রেন চলাচল করবে শিয়ালদা থেকে।
শিয়ালদহ ডিভিশন রেলওয়ে ম্যানেজার দীপক নিগম জানিয়েছেন, যাত্রীদের হয়রানির হাত থেকে বাঁচাতে অতিরিক্ত সরকারি বাস চালানোর জন্য রেলের তরফ থেকে আবেদন জানানো হয়েছে পরিবহন দফতরে। কাজ চলার কারণে নির্দিষ্ট সময় থেকে কিছুটা দেরিতে চলতে পারে লোকাল ট্রেন। বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন চালানো হবে কলকাতা স্টেশন থেকে। তবে রাজধানী ও দুরন্ত এক্সপ্রেস নির্ধারিত সময়েই শিয়ালদহ থেকে ছাড়বে।
শিয়ালদহ ডিআরএম সূত্রের খবর, লোকাল ট্রেনের বদল আনায় বারো কোচের ট্রেন স্টেশনে আসার ব্যবস্থা করতে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ আগেই শুরু করেছে রেল। অতিরিক্ত তিনটি কোচ বসালে প্রায় এক হাজার যাত্রী সংখ্যা বাড়ানো যাবে। ফলে শিয়ালদার মেন শ শাখার যাত্রী পরিষেবা অনেকটাই স্বাচ্ছন্দ্য আসবে।