কলকাতা
বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের, খারিজ হল মুকুল রায়ের বিধায়ক পদ
এই রায়ের মাধ্যমে বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তও খারিজ করল আদালত।
Truth Of Bengal: বৃহস্পতিবার দুপুরে খারিজ করে দেওয়া হল মুকুল রায়ের বিধায়ক পদ। এদিন কলকাতা হাই কোর্টে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্জে এই রায় ঘোষণা করা হয়। দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিধায়ক পদ খারিজ করা হয়েছে। এই রায়ের মাধ্যমে বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তও খারিজ করল আদালত।
প্রসঙ্গত, বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুল রায়। সংবিধানের ১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, যদি কোনও বিধায়ক যেকোনও রাজনৈতিক দল ত্যাগ করে অন্য দলে যোগ দেয় তাহলে তাঁর পদ খারিজ হয়। সেই আইন অনুযায়ী বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন। তাঁর মামলায় এবার বিধায়ক পদ হারালেন মুকুল রায়।






