কলকাতা

সন্দেহের তালিকায় আরও ৩! আর জি কর মামলায় নতুন স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই

More on the list of suspects! CBI files fresh status report in RG Kar case

Truth Of Bengal: আর জি কর হাসপাতালের চিকিৎসক তরুণীর নৃশংস হত্যা ও ধর্ষণ মামলায় তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। শুক্রবার শিয়ালদহ আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতে ৩ পাতার স্টেটাস রিপোর্ট জমা দিল তারা।

সিবিআই-এর রিপোর্ট অনুযায়ী, এই মামলায় নতুন করে ৩ জনের ফোন কলের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা তাদের কল রেকর্ড বিশ্লেষণ করছেন। এছাড়াও, এই ঘটনায় নতুন করে ২৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছেন নার্স ও পুলিশকর্মীরা।

সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড ঘোষণার পরও সিবিআই জানিয়েছিল, তারা মামলার তদন্ত চালিয়ে যাবে। আদালত মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সিবিআই এই রিপোর্ট জমা দেয়।

  • স্টেটাস রিপোর্টে মূলত তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে:
  • নতুন তিনজন ব্যক্তির ফোন কল ডিটেলস পরীক্ষা করা হচ্ছে।
  • ২৪ জন নতুন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে।
  • জামিন পাওয়া আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি কোনওভাবে তথ্যপ্রমাণ নষ্ট করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রের খবর, সিবিআই যে তিনজনের ফোন কল পরীক্ষা করছে, তারা কোনও না কোনওভাবে হাসপাতালের সঙ্গে যুক্ত। তবে সরাসরি অভিযুক্ত না হওয়ায় তদন্ত সংস্থা তাদের নাম প্রকাশ করেনি।

Related Articles