কলকাতা

দলের পদ পেতে চলছে টাকার খেলা! বিস্ফোরক মদন মিত্র, সতর্কবার্তা দলকেও

Money game is going on to get party positions! Explosive Madan Mitra, warning to the party too

Truth of Bengal: বঙ্গ রাজনীতির এক রঙিন চরিত্র তিনি। কামারহাটির বিধায়ক মদন মিত্র বরাবরই নিজের খোলামেলা বক্তব্যের জন্য পরিচিত। বেশিরভাগ সময় হাসিখুশি মেজাজে দেখা গেলেও এবার তিনি তৃণমূল কংগ্রেসের অন্দরমহলের টাকার লেনদেন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। তাঁর দাবি, দলের পদ পাওয়ার জন্য এখন টাকার খেলা চলছে।

বিরোধীরা দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আসছে। কিন্তু এবার খোদ তৃণমূল বিধায়কের বক্তব্যেই সেই অভিযোগ আরও জোরালো হলো। প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র বলেন, ‘দলের মধ্যে ব্যাপক টাকার লেনদেন হচ্ছে। আমি একসময় MLA ছিলাম, কিন্তু কোনও ক্ষমতা ছিল না। এখন যদি মন্ত্রী হতে চাই, তাহলে ১০ কোটি টাকা দিতে হবে। মন্ত্রী না হলে সেই টাকা ফেরতও পাওয়া যাবে না, কারণ এখানে কোনও নথি থাকে না!’

শুধু মন্ত্রী নয়, দলের বিভিন্ন সাংগঠনিক পদেও টাকা লাগছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, ‘ব্লকের পদ, সমিতির পদ, পঞ্চায়েতের পদ, জেলা পরিষদের পদ, ছাত্র পরিষদ, যুব কংগ্রেস—সব পদ এখন বিক্রি হচ্ছে।’ মদন মিত্রের ভাষায়, এটা এখন একটা ভালো বিনিয়োগ!

এর আগে তৃণমূলের বর্ষীয়ান নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও দলের মন্ত্রীদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার মদন মিত্র সরাসরি অভিযোগ করে বললেন, ‘কিছু মন্ত্রী দুধে-ভাতে আছেন, চকচকে জুতো পরে ভালোই আছেন। কিন্তু সাধারণ কর্মীদের অবস্থা খারাপ।’

তৃণমূলের ক্ষমতার রাশ নিয়ে সম্প্রতি জল্পনা তৈরি হয়েছে। সেই প্রসঙ্গেই মদন মিত্র ইঙ্গিতপূর্ণভাবে বলেন, ‘পার্টির লোকেরা জিজ্ঞেস করে, তুমি কি মমতার নাকি অভিষেকের? অভিষেক অনেক ছোট, অসুস্থ ছিল, বিদেশেও ছিল অনেকদিন। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়!’

তাঁর এই বিস্ফোরক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। দলের ভেতর থেকেও প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। তবে মদন মিত্রের বক্তব্য যে রাজনৈতিক ময়দানে অস্বস্তি বাড়িয়েছে, তা বলাই বাহুল্য।

Related Articles