কলকাতা

মোদি নৈতিক অধিকার হারিয়েছেন ওনার পদত্যাগ করা উচিতঃ মমতা

Modi has lost moral rights, should resign

The Truth of Bengal: এক্সিট পোলকে ভুল প্রমাণ করে বাংলায় তৃণমূল কংগ্রেস প্রত্যাশিত ফল করেছে।রাজ্যে বহু আসনে জয় হাসিল করেছে তৃণমূল কংগ্রেস।সেজন্য বাংলার মানুষের কাছে আমি কৃতজ্ঞ।লোকসভার ফল নিয়ে কালীঘাটে সাংবাদিক সম্মেলনে এই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।একইসঙ্গে তিনি অভিযোগ করেন,  কাঁথিতে জেতার পরও সার্টিফিকেট আটকে রাখা হয়েছে। তমলুকে নির্বাচন হয়নি। বিজেপি অবজারভার বেছে বেছে বাংলায় পাঠানো হয়েছে। বাংলাকে অত্যাচার করা হয়েছে। বাংলার মানুষকে অভিনন্দন। বিজেপির এক গদ্দার ভোটটি পরিচালনা করেছে।

সন্দেশখালিতে আমরাই জিতেছি। বিজেপি যে ভাবে করে বেড়াচ্ছে। এর বদলা আমরা নেব। রাজনৈতিক ভাবে এর বদলা নেব। মানুষের সমর্থন পায়নি মোদিজী। মোদিজীর পদত্যাগ করা উচিত। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।নরেন্দ্র মোদিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগেন।একইসঙ্গে তিনি স্পষ্ট করেন,তাঁর একের বিরুদ্ধে এক ফর্মূলা দেশের উপকার করেছে।ইন্ডিয়া জোট লাভবান হয়েছে।বাংলাতেও কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমঝোতা করলে তাঁদের যে লাভ হত তাও স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর মতে,কংগ্রেসকে ২টো আসন দেওয়া হয়েছিল তাঁরা যদি তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করত তাহলে বিজেপি এখানে আরও খারাপ ফল করতো।

এই অবস্থায় বিজেপিকে হারাতে তৃণমূল কংগ্রেস লড়াই চালিয়ে যাবেন বলেও পরিষ্কার করেন তৃণমূল সুপ্রিমো।জনতার রায় যেখানে বিজেপির পক্ষে নেই সেখানে মোদি,শাহের পদত্যাগ করা যে সবার আগে প্রয়োজন তাও স্পষ্ট করেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী।এই জয় ইন্ডিয়া জোট,কৃষক-শ্রমিকও দেশবাসীর জয় বলেও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাই দেশবাসীকে অভিনন্দন জানানোর পাশাপাশি দেশ রক্ষার লড়াই চালিয়ে যাওয়া হবে বলেও জানিয়ে দেন তিনি।আগামীদিনে বিজেপির সরকার একচ্ছত্র আধিপত্য বজায় যে রাখতে পারবে না সেকথাও উঠে আসে মমতার কথায়।এই অবস্থায় একক সংখ্যাগরিষ্ঠতা হারানো বিজেপি আর এজেন্সিরাজ কায়েম করতে পারবে না বলেও সাফ জানান তিনি।

Related Articles