কলকাতা

নাবালিকাকে জন্মদিনের পার্টিতে গণধর্ষণ, পাঁচ মাস পর গ্রেফতার তিন অভিযুক্ত  

Minor girl gang-raped at birthday party, three accused arrested after five months

Truth Of Bengal: দক্ষিণ কলকাতার এক নামী স্কুলের ছাত্রীকে গণধর্ষণ, পাঁচ মাস পর গ্রেফতার করল তিন অভিযুক্তকে। কি কারণে এমন ঘটনা ঘটল তা জানার জন্য তদন্তকারী আধিকারিকরা নির্যাতিতার মহিলার সাথে কথা বলেন। পুলিশ আধিকারিকদের তদন্ত সূত্রে জানা যায় গত বছর নভেম্বর মাসে কলকাতার একটি বিলাসবহুল গেস্ট হাউসে জন্মদিন উপলক্ষে পার্টি আয়োজন করা হয়, আর সেখানেই যায় এই নাবালিকা।

তিনি অভিযোগ করেন সেখানে তাকে মদ্যপান করানো হয় নেশাগ্রস্ত হয়ে পড়লে এক বন্ধু সহ বাকি দুজন তাকে ধর্ষণ করে! কোনওক্রমে বাড়িতে ফিরে আসলেও ঘটনার কথা সেই নাবালিকা কাউকে জানাইনি। কর্মসূত্রে বাবা বিদেশে থাকতেন, বিদেশ থেকে ফেরার পর মেয়ের আচরণ দেখে সন্দেহ হয় তার।

পরবর্তী সময়ে বাবার কাছে কান্নায় ভেঙে পড়ে ওই নাবালিকা। গোটা ঘটনার কথা তিনি বাবাকে জানায়। গত সোমবার রাতেই তিনজনের বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাতেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ, মঙ্গলবার আলিপুর পকসো আদালতে পেশ করা হবে ধৃতদের বলে জানানো হয়।

Related Articles