কলকাতারাজনীতি

দলত্যাগের ভিত্তিহীন খবর, আইনি নোটিশ পাঠিয়ে মামলার হুঁশিয়ারি মন্ত্রী মলয় ঘটকের

Minister Malay Ghatak warned of the case by sending a legal notice

The Truth of bengal: তিনি নাকি দলবদল করে বিজেপিতে যোগ দিচ্ছেন। এমন খবর হয়েছিল কয়েকটি পোর্টালে। সেই ভিত্তিহীন খবরের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে আইনি নোটিশ পাঠালেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। দিয়েছেন মামলা করার হুঁশিয়ারি। সামাজিক মাধ্যমে মন্ত্রী মলয় ঘটক লেখেন, তিনি তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলেন, আছেন ও থাকবেন।

তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী। জেলার অন্যতম বড় নেতা। সেই মলয় ঘটককে নিয়ে গুঞ্জন। তিনি নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন। গত কয়েকদিন ধরে কিছু পোর্টালে এই সংক্রান্ত খবর হতে থাকে। একেবারে ভিত্তিহীন এই খবর নিয়ে ক্ষুব্ধ মলয় ঘটক। সামাজিক মাধ্যমে তাঁর হুঁশিয়ারি, যারা এই ধরনের খবর করছেন, তাঁদের বিরুদ্ধে তিনি মামলা করবেন। তাঁদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার সকালে সামাজিক মাধ্যমে তৃণমূল নেতা তথা মন্ত্রী মলয় ঘটক লেখেন,

‘‘গতকাল সকাল থেকে কিছু নিউজ পোর্টাল মিথ্যা ও কাল্পনিক খবর ছাপিয়ে আমার চরিত্র হননের চেষ্টা করছে আমি তাদের আইনি নোটিশ দিয়েছি এবং তাদের বিরুদ্ধে মামলাও করব যারা এই ঘৃণ্য চক্রান্তের পেছনে আছেন তাদের মুখোশ অচিরেই খুলে যাবে। আমি তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলাম, আছি ও থাকব মমতা ব্যানার্জ্জী আমার নেত্রী ছিলেন, আছেন ও আজীবন থাকবেন। মা, মাটি, মানুষ জিন্দাবাদ।’’

প্রতিবার নির্বাচনের সময় রাজনৈতিক নেতাদের দলবদলের ঘটনা নতুন নয়। শিবির বদল করতে দেখা যায় কিছু নেতাকে। আবার অনেক নেতার দলত্যাগ নিয়ে গুঞ্জন ছড়ায়। বিশেষ করে সামাজিক মাধ্যমে যা নিয়ে চর্চা চলে। কিন্তু, কিছু খবরের যে একেবারেই সারবত্তা থাকে না তা বারবার প্রমাণ হয়ে যায়। এই যেমন মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে হল। তাঁর নামে মিথ্যা ও কাল্পনিক খবর ছেড়ে দিয়ে বাজার গরম করার চেষ্টা হল। যা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ মন্ত্রী মলয় ঘটক। এই ধরনের খবর করে তাঁর চরিত্র হননের চেষ্টা করা হয়েছে বলে দাবি মন্ত্রীর। কিন্তু, তিনি যে সহজে ছেড়ে দেওয়ার পাত্র নন, তা বুঝিয়ে দিয়েছেন। তাঁকে নিয়ে ভিত্তিহীন খবর করা সেই পোর্টালগুলিকে ইতিমধ্যে তিনি আইনি নোটিশ পাঠিয়েছেন। সেইসঙ্গে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন।

Related Articles