ভীড়ে ঠেলাঠেলিতে হাত কাটল মন্ত্রী বিপ্লব মিত্রের
Minister Biplob Mitra's hand cut off in a crowd fight

Truth Of Bengal: তৃণমূল কংগ্রেসের মেগা বৈঠক নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। সকাল থেকেই তৃণমূলের নেতা জনপ্রতিনিধি সহ সবাই আমন্ত্রিতরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসেন। আমন্ত্রিতের তালিকায় রয়েছেন মন্ত্রীরা, সাংসদ সহ অন্যান্য জনপ্রতিনিধিরাও।
এদিন ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে হাত কাটল রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের। হাত দিয়ে রক্ত বের হয় তার। রাজ্যের কক্রেত-সুরক্ষা দপ্তরের মন্ত্রী তিনি। সঙ্গে সঙ্গে দলের অন্যান্য নেতৃত্ব তার শুশ্রূষা শুরু করেন। সকাল থেকেই নেতাজি ইন্ডোরে সাজো-সাজো রব।
ভীড়ে ঠেলাঠেলিতে হাত কাটল মন্ত্রী বিপ্লব মিত্রের pic.twitter.com/kZ1UdzGH4f
— TOB DIGITAL (@DigitalTob) February 27, 2025
দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে হাজির রাজ্য থেকে পঞ্চায়েত বিভিন্ন স্তরের আমন্ত্রিতরা। বিপ্লব মিত্রও নির্দিষ্ট সময়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে পৌঁছান। তার হাত কেটে যাওয়ায় যখন রক্ত বের হয় সঙ্গে সঙ্গে তার নিরাপত্তা রোগীরাও সশ্রুষা শুরু করেন। হাতের ঘড়ি খুলে ফেলা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে সভকক্ষের দিকে রওনা দেন তিনি।