
The Truth of Bengal: বুধবার রাতে বেশ কয়েকটি জেলায় ব্যাপক বৃষ্টি হয়েছিল। বৃহস্পতিবার রাতে বজ্রবিদ্যুৎ সহ হয় তুমুল বৃষ্টি। ফেব্রুয়ারির শুরুতেই অচেনা বৃষ্টিতে বদলে গেল আবহাওয়ার চরিত্র। বৃষ্টির জেরে বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। জানুয়ারির শেষ দিকে যে শীত উপভোগ করেছিল রাজ্যবাসী, তা স্থায়ী হল না। কার্যত উধাও শীত। বৃষ্টি হলেও আর তাপমাত্রা খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তাই বলা চলে এবছরের মতো রাজ্য থেকে বিদায় নেওয়ার পথে শীত।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে একটি উচ্চচাপ বলয়। তার হাত ধরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এছাড়া বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্তও রয়েছে। তা থেকেই একটি নিম্নচাপ অক্ষরেখা বাংলা হয়ে ওড়িশা পর্যন্ত বির্স্তৃত রয়েছে। তার জেরেই এই বৃষ্টি হচ্ছে বলে জানা গিয়েছে। ডিসেম্বরে একটি স্প্লেলের পর কমে গিয়েছিল শীতের দাপট।
পরে আবার জানুয়ারি শেষদিকে বীরবিক্রমে ফিরে আসে শীত। বেশ কয়েকদিন স্থায়ী হয়েছিল সেই শীত। ঠান্ডা আমেজের মাঝে হঠাৎ বৃষ্টি কেমন বদলে দিল সবকিছু। দুদিন বৃষ্টির কারণে ও মেঘলা আকাশের জন্য ঠাণ্ডা আমেজ উধাও হয়ে গিয়েছে। তবে শনিবার থেকে আবার কিছুটা ঠান্ডার আমেজ ফিরতে পারে। মেঘলা আকাশ কেটে রোদের দেখা দিলে অনুভূত হতে পারে ঠান্ডা। তবে এবছরের মতো শীত আর ফিরবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা।