কলকাতা

ক্রিসমাসের পরের দিন ফের মেট্রো বিভ্রাট, আধা ঘণ্টা পর স্বাভাবিক হয় মেট্রো চলাচল

Metro outage again on Christmas Day, metro services return to normal after half an hour

Truth Of Bengal: বড়দিনের উৎসব যেতে না যেতেই ফের মেট্রো চলাচলে বিভ্রাট। সপ্তাহের ব্যস্ত দিনে মেট্রো বিভ্রাটের কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ। প্রায় আধ ঘণ্টার মতো স্তব্ধ হয়ে যায় মেট্রো চলাচল। আধ ঘণ্টা পর স্বাভাবিক হয় ব্লু লাইনে মেট্রো চলাচল। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ঘটে এই ঘটনা। স্বাভাবিকভাবেই মেট্রো বিভ্রাটের জেরে ক্ষুব্ধ মেট্রো যাত্রীরা।

জানা গেছে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে মূলত যান্ত্রিক ত্রুটির জেরেই বন্ধও থাকে মেট্রো চলাচল। বেলগাছিয়া স্টেশন থেকে ডাউন লাইনে বেশ খানিকক্ষণের জন্য বন্ধ থাকে মেট্রো। যার ফলে সপ্তাহের ব্যস্ত সময়ে অসুবিধার সম্মুখীন হতে হয় নিত্য পথ যাত্রীদের। দমদম এবং দক্ষিণেশ্বর থেকে মেট্রোয় ওঠা যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। মাঝ পথেই থমকে যায় মেট্রো। মেট্রোর বিভ্রাটের ফলে স্টেশন গুলিতে বাড়তে থাকে ভিড়। এই ভিড়ের কারণে দমদম স্টেশনে অয়াধিকাংশ যাত্রী ভিড়ের জেরে উঠতে পারেনি মেট্রোতে। এই পরিস্থিতির মধ্যে গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করলেও তা ছিল সংখ্যায় কম।

সূত্রের খবর মূলত যান্ত্রিক গোলযোগের কারণে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। পরে তড়িঘড়ি সারানো হয় সেই যান্ত্রিক ত্রুটি। যে কারণে বেশিক্ষণ আর অপেক্ষা করতে হয়নি নিত্য পথযাত্রীদের। তবে এই ভাবে বারংবার মেট্রো বিভ্রাটের জেরে মাঝে মধ্যেই নিত্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে কারণে যাত্রীদের মনঃক্ষুণ্ণ হওয়াটা নিতান্তই স্বাভাবিক।

Related Articles