কলকাতা

নতুন বছরের শুরুতেই ধাক্কা, ভাড়া বাড়ছে মেট্রোর

Metro fares increase, a shock at the beginning of the new year

Truth of Bengal: নতুন বছরের শুরুতেই কলকাতা মেট্রোযাত্রীদের জন্য এল খারাপ খবর। রাতের শেষ বিশেষ মেট্রোর ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করল মেট্রো কর্তৃপক্ষ। কিছুদিন স্থগিত থাকার পর এবার ভাড়া বৃদ্ধির ঘোষণা আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।

বর্তমানে রাত ১০টা ৪০ মিনিটে দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ে। এতদিন এর ভাড়া অন্যান্য মেট্রোর মতোই ছিল। তবে নতুন নিয়মে এই ভাড়া ১০ টাকা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ দমদম থেকে শোভাবাজার পর্যন্ত যেখানে ১০ টাকা ভাড়া লাগত, সেখানে শেষ মেট্রোতে যাত্রীদের ২০ টাকা গুনতে হবে। একইভাবে অন্যান্য রুটের ভাড়াও ১৫, ২০, এবং ২৫ টাকার স্তরে বাড়ানো হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ মেট্রোতে যাত্রী সংখ্যা আশানুরূপ নয়। রাত ১১টায় কবি সুভাষ এবং দমদম থেকে ছাড়া বিশেষ মেট্রোতে দিনে গড়ে মাত্র ৬০০ জন যাত্রী চলাচল করছেন। টিকিট বিক্রি থেকে আয় হচ্ছে মাত্র ৬ হাজার টাকা, যা পরিষেবা পরিচালনার খরচের তুলনায় অপ্রতুল। ফলে আর্থিক ক্ষতি কমাতেই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৫ মে থেকে ব্লু লাইনে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই রাত্রিকালীন মেট্রো বেশিরভাগ দিনই ফাঁকা থাকে। রাত করে বাড়ি ফেরা কিছু অফিসকর্মী এবং অল্প সংখ্যক যাত্রী ছাড়া ট্রেন প্রায় শূন্য। এর পাশাপাশি, স্টেশনের অধিকাংশ প্রবেশদ্বার বন্ধ থাকার কারণে অনেকেই সঠিক গেট খুঁজে পেতে সমস্যায় পড়ছেন। ফলে অনেক যাত্রী স্টেশনে প্রবেশ করতে না পেরে ফিরে যাচ্ছেন।

মেট্রোর এই সিদ্ধান্ত যাত্রীদের কতটা প্রভাবিত করবে, তা সময়ই বলবে। তবে নতুন বছরের শুরুতেই যাত্রীদের এই বাড়তি খরচ কিছুটা চাপ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

Related Articles