কলকাতা

অফিস টাইমে মেট্রো বিভ্রাট! চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের

জানা গিয়েছে, এদিন সকালে শহিদ ক্ষুদিরামগামী একটি মেট্রো নেতাজি ভবন ও রবীন্দ্র সদন স্টেশনের মাঝামাঝি সুড়ঙ্গে আচমকাই থেমে যায়।

Truth Of Bengal: কলকাতা মেট্রোর পরিষেবা বর্তমানে যাত্রীদের কাছে কার্যত দুঃস্বপ্নে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও কারণে পরিষেবায় বিভ্রাট দেখা যাচ্ছে। মঙ্গলবারও তার ব্যতিক্রম ঘটেনি। অফিস টাইমের ব্যস্ত সকালে ব্লু লাইনে হঠাৎ মেট্রো আটকে পড়ায় চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।

জানা গিয়েছে, এদিন সকালে শহিদ ক্ষুদিরামগামী একটি মেট্রো নেতাজি ভবন ও রবীন্দ্র সদন স্টেশনের মাঝামাঝি সুড়ঙ্গে আচমকাই থেমে যায়। মেট্রোর ভিতরে হঠাৎ আলো নিভে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। দীর্ঘক্ষণ তাঁদের মেট্রোর কামরার ভিতরেই আটকে থাকতে হয়।

মেট্রো রেল সূত্রে খবর, হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট থেকেই এই সমস্যার সৃষ্টি হয়। বিদ্যুৎ সরবরাহে গোলযোগ হওয়ায় মেট্রোর সমস্ত আলো নিভে যায় এবং কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি থেমে যায়। পরিস্থিতি সামাল দিতে মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের শান্ত থাকার অনুরোধ জানায় এবং দ্রুত উদ্ধারকাজ শুরু করে।

মেট্রো আধিকারিকদের দাবি, যত দ্রুত সম্ভব যাত্রীদের নিরাপদে স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এই ঘটনার জেরে মাঝের বেশ কয়েকটি স্টেশনে মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক থাকলেও, মাঝের অংশে পরিষেবা বন্ধ রয়েছে। বিদ্যুতের সমস্যাটি দ্রুত মেরামত করে পুরো রুট সচল করার চেষ্টা চলছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীদের কথায়, কোনও রকম আগাম সতর্কতা ছাড়াই মেট্রোর ভিতরে হঠাৎ অন্ধকার নেমে আসে। সুড়ঙ্গে আটকে পড়ে প্রথমে দিশেহারা হয়ে পড়েন যাত্রীরা। পরে মেট্রো কর্মীরা তাঁদের আশ্বস্ত করেন এবং সুড়ঙ্গ দিয়েই হাঁটিয়ে নিরাপদ স্থানে বের করে আনা হয়।

কলকাতার সবচেয়ে পুরনো মেট্রো রুট ব্লু লাইনে এ ধরনের বিভ্রাট এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ যাত্রীদের। কখনও দেরিতে মেট্রো চলে, কখনও মাঝপথে থেমে যায়। দিনের পর দিন এই পরিস্থিতিতে যাত্রীদের ক্ষোভ ক্রমশ বাড়ছে। মঙ্গলবারের এই ঘটনাও সেই অসন্তোষ আরও বাড়িয়ে দিয়েছে।

Related Articles